জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ফল প্রকাশ নিয়ে সুখবর দিল পিএসসি

২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী সপ্তাহে এ সভা অনুষ্ঠিত। সভায় কবে নাগাদ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ফল প্রকাশ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র শীর্ষ এক কর্মকর্তা জানান, আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) পিএসসি’র বিশেষ সভা রয়েছে। এ সভায় বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর মধ্যে যে নিয়োগের ফলগুলো আটকে আছে সেগুলোর ফলাফল কবে প্রকাশ করা হবে তা চূড়ান্ত করা হতে পারে।

জুনিয়র ইন্সট্রাক্টরদের ফল প্রকাশ প্রসঙ্গে ওই কর্মকর্তা আরও বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। তবে প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পিএসসি পায়নি। কাজেই সোমবারের সভায় এ বিষয়েও সিদ্ধান্ত হবে। আশা করছি আগামী সপ্তাহের শেষ দিকে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হয়। কয়েক ধাপে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা গত ২৭ মে শেষ হয়েছে।

জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে ২০২৩ সালের মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। প্রথম দুই ধাপে প্রায় ৫ হাজার ৮০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। শেষ ধাপে এক হাজার ৬০০ প্রার্থীর ভাইভা নিয়েছে পিএসসি।

এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি: ডিজি
  • ২২ জানুয়ারি ২০২৬
অনিয়মের অভিযোগ, এসএসসি পরীক্ষার ২০ কেন্দ্র বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৩ মণ জাটকা উদ্ধার, এতিমখানায় বিতরণ
  • ২২ জানুয়ারি ২০২৬
সরকারে গেলে রাসুল (সা.) ন্যায়পরায়নতার ভিত্তিতে দেশ পরিচালনা…
  • ২২ জানুয়ারি ২০২৬
শেরে বাংলা, সোহরাওয়ার্দী, নজরুল, হাদির কবর জিয়ারতের মধ্য দি…
  • ২২ জানুয়ারি ২০২৬
রাতের অন্ধকারে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভি…
  • ২২ জানুয়ারি ২০২৬