জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ: ইমার্জিং টেকনোলজি’র প্রার্থীদের বাদ দেওয়ার দাবি
- মুনতাসির রহমান
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৬ PM
জুনিয়র ইন্সট্রাক্টরের (টেক) ইমার্জিং টেকনোলজি (ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রোমেডিকেল) শিক্ষার্থীদের মধ্যে যারা সমতা অর্জন করেননি তাদের মৌখিক পরীক্ষা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন ইলেকট্রিক্যাল ও জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসের প্রার্থীরা। সম্প্রতি সরকারি কর্ম কমিশনে জমা দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
জানা গেছে, ইমার্জিং টেকনোলজির ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিকেল টেকনোলজিকে এক সেমিস্টার অর্থাৎ ছয় মাস মেয়াদি এবং টেলিকমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রে দুই সেমিস্টার অর্থাৎ এক বছর মেয়াদি কোর্স সম্পন্ন করার মাধ্যমে মূল টেকনোলজি ইলেকট্রিক্যাল এর সমতুল্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছিল পিএসসি। তবে সেই শর্ত পূরণ না করলেও অনেকেই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
যদিও প্রার্থীদের এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি বলেছে, ইমার্জিং টেকনোলজি পদের প্রার্থীদের নির্ধারিত যোগ্যতার সনদ জমা নেওয়া হয়েছে। এই সনদের ভিত্তিতেই তাদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। যোগ্যতা না থাকলে কাউকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়নি।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘ইমার্জিং টেকনোলজির প্রার্থীদের মৌখিক পরীক্ষা থেকে বাদ দেওয়ার দাবি করছে একটি পক্ষ। এ দাবিতে তারা আমাদের কাছে স্মারকলিপি দিয়েছে। একজন প্রার্থীর রোল নম্বরও দেওয়া হয়েছে। আমরা সেটি যাচাই করে দেখছি।’
ওই কর্মকর্তা আরও জানান, ‘মূল টেকনোলজির প্রার্থীদের দাবি সঠিক নয়। ইমার্জিং টেকনোলজির প্রার্থীরা সমতা অর্জনের সনদ জমা দিয়েছেন। তাদের সনদ দেখেই মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। ঢালাওভাবে কোনো কিছু দাবি না করে তথ্য-প্রমাণসহ পিএসসিতে অভিযোগ দেওয়ার পরামর্শও দেন এই কর্মকর্তা।’
জানা গেছে, ইমার্জিং টেকনোলজি পদের প্রার্থীদের মধ্যে যারা ২০২১ সালের ২৫ নভেম্বরের মধ্যে আবেদনের যোগ্যতা অর্জন করেছেন কেবলমাত্র তারাই আবেদনের সুযোগ পাবেন। পিএসসি’র শর্তানুযায়ী যথাসময়ে ইমার্জিং টেকনোলজি শিক্ষার্থীরা যোগ্যতা অর্জন করতে পারেনি, বিধায় জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রিক্যাল ও জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস পদে ইমার্জিং টেকনোলজি (ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রোমেডিকেল) শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার অনুমোদন বাতিলের দাবি উঠেছে।
এ বিষয়ে জুনিয়র ইন্সট্রাক্টরের এক চাকরিপ্রার্থী বলেন, ‘২০২১ সালের ৩ নভেম্বর পিএসসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেটি অনুযায়ী ইমার্জিং টেকনোলজির প্রার্থীদের আবেদনের যোগ্যতাই হয়নি। তাহলে তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলো কীভাবে? কারিগরি শিক্ষা বোর্ড থেকেও এ বিষয়ে একটি নির্দেশনা রয়েছে। ইমার্জিং টেকনোলজির কারণে মূল টেকনোলজির অনেকেই চাকরি থেকে বঞ্চিত হবেন। এটি অন্যায়। এই অন্যায় দেখার যেন কেউ নেই।’
জানতে চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পিএসসি’র প্রতি আমাদের আস্থা শতভাগ। পিএসসি অনেক যাচাই-বাছাই করে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করে। এরকম ভুল হবার কথা না। যারা নির্বাচিত হয়েছেন তারা সনদ জমা দিয়েই নির্বাচিত হয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খতিয়ে দেখা হবে।’