পিএইচডি ডিগ্রি অর্জন করলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ

তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ
তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ  © সংগৃহীত

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন রাজধানীর তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এ ডিগ্রি পেয়েছেন তিনি। ‘Madhupur Sal Forest: Vegetation Deforestation and its Impact on Some Major Fauna’ বিষয়ে গবেষণার জন্য তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।

মো. হারুন-অর-রশিদ ১৯৮৫ সালে এসএসসি এবং ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক ও ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন ১৯৯০ সালে। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি। বাবা আব্দুল কুদ্দুস সরকার এবং মাতা জোবেদা বেগম। তিনি আট ভাই বোনের মধ্যে চতুর্থ।

আরো পড়ুন: ঢাবির গবেষণা মেলায় ‘গবেষণা’ বানানই ভুল

তেজগাঁও কলেজে গত ১২ এপ্রিল অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান হারুন-অর-রশিদ। এর আগে কলেজটির উপাধ্যক্ষ ছিলেন। তেজগাঁও কলেজে যোগদানের আগে শিক্ষা ক্যাডারে নিযুক্ত ছিলেন তিনি। ১৮তম বিসিএস উত্তীর্ণ হয়ে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পরে চাকরি ছেড়ে যোগদান করেন তেজগাঁও কলেজের বোটানি বিভাগে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence