গবিসাসকে সবুজ গ্রুপের মাস্ক প্রদান

গবিসাসকে মাস্ক উপহার দিল সবুজ গ্রুপ।
গবিসাসকে মাস্ক উপহার দিল সবুজ গ্রুপ।  © সংগৃহীত

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট (ধরণ) ওমিক্রন প্রতিরোধে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে (গবিসাস) মাস্ক প্রদান করেছে সবুজ গ্রুপ। গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়েল সার্জিক্যাল এন্ড ইন্ডাট্রিজ লিমিটেডের সৌজন্যে এসব উপহার দেয়া হয়।

রবিবার (৯ জানুয়ারী) রাজধানীর ফার্মগেটে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিস থেকে ৫০০ মাস্ক প্রদান করা হয়।

আরও পড়ুন: শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুয়েট ক্যাম্পাস

মাস্কের প্যাকেটগুলো হস্তান্তর করেন প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং মো. ওবাইদুল্লাহ টিপু এবং ব্রাঞ্চ ইনচার্জ (ঢাকা কর্পোরেট অফিস) মো. বোরহানুল ইসলাম। 

গবিসাসের পক্ষে এসব উপহার গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিক আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ।

প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং ওবায়দুল্লাহ টিপু বলেন, বর্তমানে আশংকাজনকভাবে ওমিক্রণের সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় সকলের মাস্ক পরিধান করা উচিত। সেজন্য এ মাস্ক বিতরণ করা হয়েছে যাতে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী (ভিডিও)

সবুজ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গবিসাসের সাধারণ সম্পাদক বলেন, করোনা প্রতিরোধে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র সরকারের একার পক্ষে এ চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়।

প্রসঙ্গত, দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠন গবিসাস। ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে ভূমিকা রেখে চলেছে তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence