উচ্চশিক্ষায় ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ দিয়েছে নর্দান ইউনিভার্সিটি

নর্দান ইউনিভার্সিটির অডিটরিয়ামে চেক হস্তান্তর অনুষ্ঠান
নর্দান ইউনিভার্সিটির অডিটরিয়ামে চেক হস্তান্তর অনুষ্ঠান  © টিডিসি ফটো

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ (এসএসএল) দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য এই পদক্ষেপ নিয়েছে এনইউবি ও ব্যাংক এশিয়া। যেসব শিক্ষার্থী অর্থ সংকটের কারণে পড়ালেখা চালিয়ে নিতে পারছে না অথবা টিউশন ফি’র কারণে সেমিস্টার ড্রপ দিচ্ছে তাদের জন্য ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান নর্দান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

লোনের আওতায় নর্দান ইউনিভার্সিটির জামানতে প্রথম ধাপে ব্যাংক এশিয়া থেকে ৭৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ ৩ লাখ টাকা পাবে। পড়ালেখার সময় বা কর্মজীবনে গিয়ে এই শিক্ষা ঋণ পরিশোধ করবে তারা।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে শিক্ষা ঋণের চেক হস্তান্তর উপলক্ষে নর্দান ইউনিভার্সিটির অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ ইকরামুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করিম, রেজিস্ট্রার কমোডর এম. মুনিরুল ইসলাম (অব.) ও ব্যাংক এশিয়া লিমিটেড এর উপ ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল আহসান মোল্লা। এছাড়া, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ জানান, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় প্রথম কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। যদিও উন্নত বিশ্বের প্রায় সব দেশেই শিক্ষাবিষয়ক লোনের ব্যবস্থা রয়েছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence