সশরীরে পরীক্ষার সিদ্ধান্তে ক্ষুদ্ধ গবি শিক্ষার্থীরা

২৭ ডিসেম্বর ২০২০, ০৬:৫০ PM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সকল সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হলেও শুধুমাত্র মাস্টার্স ও শেষ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পরীক্ষা নেয়ার বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ জানুয়ারি হতে অনুষ্ঠিতব্য সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অনার্স ও মাস্টার্স শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।”

এদিকে প্রশাসনের এমন সিদ্ধান্তের পরপরই ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বিষয়টি।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অষ্টম সেমিস্টারের ভুক্তভোগী শিক্ষার্থী জুরানা জাহান দীপ্তি বলেন,’জানুয়ারি মাসে শীত আরও বাড়তে পারে সাথে করোনার প্রভাবও। আর এরকম পরিস্থিতিতে আমার মনে হয় সার্বিক বিষয় চিন্তা করে অনলাইন এক্সাম নিলেই ভালো হয়। প্রাকটিক্যাল আর ভাইভা স্বাস্থ্য বিধি মেনে ইউনিভার্সিটি তে নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন,‘অনলাইনে ক্লাস করে সরাসরি এক্সাম দেওয়ার পক্ষে আমি না। আর এই করোনাকালীন সময় তো অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ।’

ফার্মেসি বিভাগের শেষ বর্ষের ভুক্তভোগী আরেক শিক্ষার্থী পবিত্র কুমার শীল বলেন, আমরা এই সিদ্ধান্ত মানি না। এতে শতশত শিক্ষার্থী ফেল করবে, তাদের শিক্ষা জীবন পিছিয়ে যাবে। করোনার কারণে বেশির ভাগ শিক্ষার্থী বাড়িতে। তাদের আবার মেসে এসে পরীক্ষা দিতে নানা জটিলতায় পড়তে হবে।

উল্লেখ্য, পুরো সেমিস্টার জুড়ে অনলাইনে ক্লাস চলায় শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস, সিলেবাসের অনেক কিছুই ঢের বাকি রয়ে গেছে। এছাড়াও বকেয়া সেমিস্টার ফি জমা দেওয়ার শেষ তারিখ হতে দু সপ্তাহের মাথায় পরীক্ষার তারিখ নির্ধারিত হওয়ায়, ঢাকায় পরীক্ষা দিতে এসে থাকার জন্য ৭-৮ হাজার টাকা তাদের পরিবারের পক্ষে মেটানো প্রায় অসম্ভব বলে জানিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ভুক্তভোগী শিক্ষার্থীরা।

চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকমীদের উপর হামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬
আধিপত্যবাদ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬