স্টেট ইউনিভার্সিটি অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৯ ডিসেম্বর ২০২০, ১০:২৬ PM
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার হাতে অতিথিদের সাথে বিজয়ীরা

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার হাতে অতিথিদের সাথে বিজয়ীরা © টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসিউবি’র ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইউবির উপ-রেজিস্ট্রার ফারহানা শারমিন। অনলাইন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তাসবিন মাহবুবও অনুষ্ঠানে তার অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে এসএউবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির বলেন, স্টেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ সাধনের লক্ষ্যে শ্রেণিকক্ষ বহির্ভূত নানা নান্দনিক বিষয় নিয়ে সারাবছর ধরে বিভিন্ন ধরনের সেমিনার, কর্মশালা, কুইজ ইত্যাদির আয়োজন করে থাকে। তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আগামীদিনে এ ধরনের কার্যক্রমকে আরো জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, এসইউবি তার শিক্ষা কার্যক্রমকে বিশ্বমানের করে তোলার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আবু তাহের খান বলেন, এসইউবি শিক্ষার্থীদেরকে জ্ঞানমুখী ও অধ্যয়ন অনুরাগী করে তোলার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন সে প্রচেষ্টারই অংশ। ভবিষ্যতে এ ধরনের আয়োজন এসইউবি অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী তাসবিন মাহবুব বলেন, প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তিনি খুবই আনন্দিত। আর বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করাতো অবশ্যই আরো বেশি আনন্দের। তিনি এসইউবি কর্তৃক দেশভিত্তিক এ প্রতিযোগিতা আয়োজনের প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন যে, এসইউবি আগামীদিনেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করলে তাতে আরো বর্ধিত সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবে।

অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর হাতে যথাক্রমে ১২ হাজার টাকা, ৮ হাজার টাকা ও ৫ হাজার টাকা নগদ পুরষ্কার এবং বিভিন্ন স্যুভেনির তুলে দেন এসিউবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। একই সাথে অন্য দশ বিজয়ীকে মুক্তিযুদ্ধের উপর লেখা বিভিন্ন বই ও স্যুভেনির পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

প্রসঙ্গত, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্নাতক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭ হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

কুবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ ধরা, উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসলেন সর্বমিত্র চাকমা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচিতে যাচ্ছেন এমপিও…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বন্ধুর পাশে বন্ধুরা: হাসনাত আব্দুল্লাহকে ১৪ লাখ টাকার চেক
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান আসিফের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে ভ্রমণ
  • ৩১ জানুয়ারি ২০২৬