আমাদের বিজয়ের পঞ্চাশ বছরেও দেশে সাম্য প্রতিষ্ঠা হয়নি: আইআইইউসি ভিসি

১৭ ডিসেম্বর ২০২০, ০৩:৪৯ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র ভাইস চ্যান্সেলর প্রফেসর কে.এম. গোলাম মহিউদ্দিন বলেছেন, বিজয়ের পঞ্চাশ বছরেও সাম্য প্রতিষ্ঠা হয়নি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অগণিত মেহনতি মানুষের ভাগ্য বদলায়নি। তাদের উন্নতি না হলে দেশের অর্থনৈতিক মুক্তি আসবে না। তবে পঞ্চাশ বছরে আমাদের এসেছে অনেক অর্জন।

তিনি বলেন, দারিদ্র্যের হার আশি-নব্বই শতাংশ থেকে একুশ শতাংশে চলে এসেছে, বীর সেনাবাহিনী বাংলাদেশের দারুন ব্রান্ডিং করেছে, রপ্তানীতে ব্যাপক অগ্রগতি, বিদেশের শ্রম বাজারে এমন কি আমাদের শিক্ষিত-উচ্চ শিক্ষিত জনশক্তির ব্যাপক চাহিদা সৃষ্টি হওয়া এবং সর্বশেষ পদ্মা সেতু নির্মাণ এসব আমাদের অনেক বড় অর্জন। জাতি হিসাবে বিশ্বে আমরা একটা স্থান করে নিয়েছি, সমৃদ্ধির নানা সূচকে আমরা অনেক এগিয়ে আছি।

বুধবার(১৬ ডিসেম্বর) সকালে আইআইইউসি আয়োজিত বিজয় দিবসের এক ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কে.এম গোলাম মহিউদ্দিন এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডিরেক্টর প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেন এবং শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. শাকের আলম শওক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টস্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ ও অতিরিক্ত পরিচালক কবি, গীতিকার ও বাচিক শিল্পী চৌধুরী গোলাম মাওলা।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর কে.এম গোলাম মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধুর সাহসী রাজনৈতিক দূরদর্শীতা জাতিকে বিজয়ের স্বাদ এনে দিয়েছিল। তিনি বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে তার এবং অগণিত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, মানবিক মর্যাদা আজ চরম কদর্য রূপ নিয়েছে। একজন সামান্য ওসি থানায় বসে সেনাবাহিনীর একজন মেজর হত্যার পরিকল্পনা ও কার্যকর করেছে। এটা একটা দেশে মানবিক মর্যাদাহীনতার ভয়াবহ দৃষ্টান্ত। অসমতা অসাম্য অর্থনৈতিক উন্নতিকে ব্যাহত করছে। শিক্ষাক্ষেত্রে ও সমতা আনতে পারিনি। নিজেদের মধ্যে সত্যিকারের দেশপ্রেম গড়ে তুলতে পারলে আমরা অনেক খারাপ কিছু থেকে মুক্তি পাবো বলে তিনি উলে­খ করেন।

সভাপতির বক্তব্যে বিশ্রববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, বঙ্গবন্ধুর নামেই জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিভেদের রাজনীতি করেন নি। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা রক্ষা অনেক কঠিন কাজ। সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমের মাধ্যমে যদি দেশগঠন করা যায় তাহলে স্বাধীনতা ও বিজয়ের সুফল নিশ্চিত হবে।

সভা শেষে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. শাকের আলম শওক।

কুবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ ধরা, উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসলেন সর্বমিত্র চাকমা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচিতে যাচ্ছেন এমপিও…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বন্ধুর পাশে বন্ধুরা: হাসনাত আব্দুল্লাহকে ১৪ লাখ টাকার চেক
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান আসিফের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে ভ্রমণ
  • ৩১ জানুয়ারি ২০২৬