© ফাইল ফটো
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনলাইনে সদ্য সমাপ্ত হওয়া সেমিস্টারের ওয়েভার সুবিধা বাতিল করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ক্লাস উপস্থিতি ও পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে বিভিন্ন হারে টিউশন ফিতে যে ছাড় পেতেন, তা আর পাবেন না।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা: লায়লা পারভীন বানু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত বলেন, অনলাইন সেমিস্টারে শিক্ষার্থীরা কোনো ওয়েভার পাবে না।
প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে করোনাকালীন দুর্যোগকে মাথায় রেখে ওয়েভার বহালের দাবি জানিয়েছে। একইসাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সেমিস্টার ফিতে ছাড় দেয়ার মানবিক আবেদন জানান তারা।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ছাত্র সাগর আহমেদ বলেন, ওয়েভার বাতিলের সিদ্ধান্ত খুবই দুঃখজনক। এটি শিক্ষার্থীদের প্রাপ্য। যদি অনলাইন পরিক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশাসনের প্রশ্ন থাকে, তবে কেন অনলাইন পরীক্ষার এই নাটকীয়তা। আমরা আমাদের প্রাপ্য চাই। এছাড়া অন্যান্য ভার্সিটির মতো নির্দিষ্ট পরিমাণ টিউশন ফি মওকুফের দাবি জানাই।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. জুয়েল রানা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য ওয়েভারটা খুব জরুরী ছিল। এটা সহ অন্যান্য দাবিসমূহ আগামীকাল আমরা লিখিত আকারে প্রশাসনে দিব। আশা করছি, ভালো কোনো সিদ্ধান্তই আসবে।