করোনা মহামারীর প্রাদুর্ভাবের মধ্যে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে ক্ষতি পুষিয়ে নিতে টিভি ও অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা মেনে গত ১৫ এপ্রিল থেকে ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনলাইন পাঠদান শুরু হয়।
করোনার এই দুর্যোগে ডিআইইউর সকল শিক্ষার্থীর কথা বিবেচনা করে মে-আগস্ট ২০২০ সেমিস্টার পর্যন্ত টিউশন ফিতে ২০ শতাংশ ওয়েভার দিয়েছে ডিআইইউ কর্তৃপক্ষ।
জানা গেছে, যেসব শিক্ষার্থীর এক বা একাধিক সেমিস্টারের টিউশন ফি বকেয়া রয়েছে ডিআইইউ কর্তৃপক্ষ বিভাগীয় শিক্ষকগণের সুপারিশের ভিত্তিতে ২০ শতাংশ ওয়েভার সুবিধাসহ ২৫ আগস্ট পর্যন্ত তাদের টিউশন ফি প্রদানের সময়সীমা নির্ধারণ করেন। তবে পরবর্তীতে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ সময়সীমা বৃদ্ধি করে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।
এ ব্যাপারে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান এস জুবায়ের আল আহমেদ বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই ডিআইইউ কর্তৃপক্ষ এমন মানবিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমরা চাই এই দুর্যোগে আমাদের কোনো শিক্ষার্থী যেন অকালে ঝরে না পরে। আমরা সব সময় তাদের ভালোটাই ভেবেছি। ইতোমধ্যে একাধিক সেমিস্টার ফাইনাল পরীক্ষাও সম্পন্ন করেছে ডিআইইউ।
করোনার চরম এই দুর্যোগে শিক্ষার্থীদের পড়াশুনা যেন থেমে না যায়, এজন্য অনলাইনে ক্লাস ও পরীক্ষার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসিন। তিনি বলেন, সেশনজটের সমস্যা এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বিষয়ে সরকারি কোনো নির্দেশনা না আসা পর্যন্ত শিক্ষার্থীদের স্বার্থে আমরা অনলাইনে শিক্ষাদান পদ্ধতি অব্যাহত রাখা হবে।