ছিনতাইয়ের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষক, উপর্যুপরি ছুরিকাঘাত

২৫ আগস্ট ২০২০, ০১:১৭ PM
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ফরহাদ হোসেন ছিনতাইয়ের শিকার হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার সময় শহরের প্রবেশপথের ‘হুমায়ূন রশীদ চত্বরে’ তাকে ছুরিকাঘাত করে ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন এবং টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত ওই শিক্ষককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে চারটার দিকে সিলেট শহরের প্রবেশপথে ‘হুমায়ূন রশীদ চত্বরে’ বাস থেকে নামেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন। সেখান থেকে রিক্সা করে বাসায় ফেরার পথে শাহজালাল ব্রিজের উপর ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় ছিনতাইকারীরা তাঁর হাটুর উপর উপর্যুপুরি ছুরিকাঘাত করলে তাতে প্রচুর রক্তপাত হয়। পরে তাকে উদ্ধার করে ভোর পাঁচটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে। তাঁর শরীল থেকে প্রচুর রক্তপাত হওয়ায় রক্ত দেওয়া হয়।

ব্যবসায় প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহানশাহ মোল্লা জানান, শিক্ষক ফরহাদ হোসেন এখন ভাল আছেন। তিনি আরও জানান, ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি নতুন মোবাইল ফোন এবং পাঁচ হাজার টাকা নিয়ে গেছে।

এ ঘটনা জানার পর লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক হাসপাতালে তাকে দেখতে যান।

সাউথ সুরমা থানার দায়ত্বিপ্রাপ্ত কর্মকর্তা হাসপাতালে আহত শিক্ষক ফরহাদ হোসেনকে দেখতে গিয়েছেন এবং তার সাথে কথা বলেছেন। ছিনতাইকারীদের খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬