ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে লিডিং ইউনিভার্সিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০৫:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২০, ০৫:১৬ PM
‘বৃক্ষের সাথে আমাদের সখ্যতা’ এই স্লোগানকে সাথে নিয়ে সিলেটের ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের এলএলবি অনার্স ৪০ তম ব্যাচের (সেকেন্ড সেমিস্টার) শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে কৃষ্ণচূড়া, শিমুল, অর্জুন, বয়রা হরিতকী, এলাচি, দারুচিনি বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান রাজন দাশ, আইন বিভাগের প্রভাষক রেজাউল করিমসহ আইন বিভাগের ৪০ তম ব্যাচের শিক্ষার্থীরা।
উল্লেখ্য এই ব্যাচের শিক্ষার্থীরা বর্তমান করোনাভাইরাস মহামারীকালীন সময়ে খাদ্য সহযোগিতা, অনলাইনে সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতায় করোনাভাইরাস পরবর্তী নিরাপদ বাংলাদেশের প্রত্যাশায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।