বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি
সব ক্যাম্পাসে বিনামূল্যে ইন্টারনেট ও শিক্ষার্থীদের জন্য বিশেষ প্যাকেজ দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুন ২০২০, ০৮:১৬ AM , আপডেট: ২৩ জুন ২০২০, ০৯:৩২ AM
আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মোবাইল কলের ওপর ১৫ শতাংশ সম্পূরক কর হ্রাস, সব ক্যাম্পাসে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা, শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ প্যাকেজ’ অফার চালুসহ করোনাকালীন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতা নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
সম্প্রতি গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের কাছে এসব দাবি করে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারের কাছে এ দাবিগুলো করেছে সংগঠনের পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মোবাইল কলের ওপর সম্পূরক শুল্ক হার কমানো, একইসঙ্গে সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে সব ক্যাম্পাসে উচ্চগতির ইন্টারনেট সেবা বিনামূল্যে সুবিধা নিশ্চিত করতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে কেবল শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ প্যাকেজ’ অফার চালু করা। এরইমধ্যে বিষয়টি নিয়ে একটি আবেদন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতা নিশ্চিত করার লক্ষ্যে, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট হারে আর্থিক সহযোগিতা প্রদান করার লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরের বাজেট থেকে বরাদ্দ রাখার আহ্বান করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
দাবিটি পূরণ হলে সাময়িক অর্থ ঘাটতির মুখে সকলের বেতন-ভাতার সুরক্ষা সম্ভব হবে বলে জানানো হয়।
তথ্যমতে, ২০২১-২০২২ অর্থবছরে বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মিলিয়ে মোট ৬৬ হাজার ৪০১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষাখাতে এ বছরে বরাদ্দ ১১ দশমিক ৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় দশমিক ০১ শতাংশ বেশি। এছাড়া বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারে ১ লাখ ৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজও রয়েছে।