গণ বিশ্ববিদ্যালয়ে মুজিব জন্ম শতবর্ষ উদযাপন

১৭ মার্চ ২০২০, ০১:৩৯ PM

© টিডিসি ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ছাত্র সংসদের দ্বিতীয় তলায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে দুপুর ১২টা এক মিনিটে ফিতা কেটে মুজিব কর্ণার উদ্ভোধন করা হয়। এর উদ্দেশ্য সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী, রাজনীতি ও সংগ্রামের ইতিহাস সম্পর্কে পাঠকেরা এখান থেকে জানতে পারবেন। এজন্য এখানে মুজিব সংক্রান্ত বেশ কিছু বই সংগ্রহ করা হয়েছে।’

তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু সম্পর্কিত সকল বই সংগ্রহ করা হবে। পাঠকেরা এখানে এসে বই পড়ার মাধ্যমে বঙ্গবন্ধুকে আরো ভালোভাবে চিনতে পারবে।’

মুজিব কর্ণার উদ্বোধন শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ জন্মদিন উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা: দেলোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি তাঁর আদর্শ এবং কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।’

তিনি বলেন, ‘আজকের স্বাধীন বাংলাদেশের সৃষ্টি তাঁর অপরিসীম ভালোবাসা এবং আত্ননিবেদনের ফসল। তাঁর জন্ম না হলে হয়ত বাংলাদেশ নামে স্বাধীন কোনো দেশের জন্ম হত না।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. দেলোয়ার হোসেন, সাবেক উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দীন আহমেদ, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. নজরুল ইসলাম রলিফ, ক্রীড়া সম্পাদক মাহতাবুর রহমান সবুজ, বিভিন্ন অনুষদীয় ডীন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬