সড়ক দুর্ঘটনায় নিভে গেলো নর্থ সাউথ ছাত্রী মিমের জীবনপ্রদীপ

  © সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিম (২১) মারা গেছেন। দুর্ঘটনার দীর্ঘ ২৩ দিন চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়। সাবরিনা আক্তার মিমের মামা জাহিদ নেওয়াজ খান বিষয়টি জানিয়েছেন।

সাবরিনা আক্তার মিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের আকোয়া হাজীবাড়ী এলাকায়।

জাহিদ নেওয়াজ জানান, তিন সপ্তাহ ধরে ঢামেকের আইসিইউতে ভর্তি ছিল মিম। আশায় আশায় ছিলাম, মীম ফিরে আসবে। মীম ফিরলো না। আজ দুপুরে চলে গেল সে।

তিনি জানান, গত চারদিনে তাদের পরিবারে এ নিয়ে তৃতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মনি খালাম্মা, শনিবার ওবায়দুল্লাহ ভাই। তাদের মৃত্যু তবু পরিণত বয়সে। কিন্তু মিম তো একেবারেই অপরিনত।

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে যোগ দিতে ঢাকা থেকে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শনিবার সকালে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বেলা ১১টার দিকে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকার ভাওয়াল জাতীয় উদ্যানের ৩নং গেইটের সামনে ময়দা-আটা বোঝাই অপর একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে।

এসময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি সড়কের পাশে উল্টে যায় এবং বাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এ ঘটনায় বাসের সুপারভাইজার তৈয়বুর রহমান (৪৫) ও হেলপার (২৫) ঘটনাস্থলেই নিহত এবং অন্তত আরো ১৮জন আহত হয়েছে। নিহত তৈয়বুর নরসিংদী জেলা সদরের চরদিঘলদী এলাকার আব্দুল কাদিরের ছেলে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। হতাহতরা সবাই বাসের আরোহী ছিলেন।

এ ঘটনা আহতদের উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রী সাবরিনা আক্তার মিম (২১) ও একই জেলার সিজান (২২) নামের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। আজ আহত অবস্থায় ঢামেকে মিমের মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ