সোশ্যাল মিডিয়ায় অপতৎপরতা রোধে ব্যাবস্থা নিবে আইআইইউসি

  © ফাইল ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম (আইআইইউসি) সোশ্যাল মিডিয়ায় অপতৎপরতা রোধে কার্যকরী ব্যাবস্থা গ্রহন করবে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কর্ণেল মুহাম্মাদ কাশেম পিএসসি স্বাক্ষরকৃত জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় পরিবার, এবং বিশ্ববিদ্যালয়ের উর্ধতন নির্বাহীদের সুনাম নস্ট হয় এমন কার্যক্রম থেকে যেন বিরত থাকে।

বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয় এমন কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে প্রয়োজনে গুরুত্বপূর্ণ ব্যাক্তি ও যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনারও অনুরোধ করেন তিনি।


সর্বশেষ সংবাদ