আবরার হত্যার প্রতিবাদে চবি ছাত্রের একক আন্দোলন

০৮ অক্টোবর ২০১৯, ০৫:২২ PM

© টিডিসি ফটো

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে একাই আন্দোলনে করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে অবস্থান নেন তিনি।

এসময় ওই শিক্ষার্থীকে ‘আমাকে মারুন, বাংলাদেশই মরবে’, ‘আবরার হত্যার বিচার চাই’, ‘আবরারতো নেই, আমি না হয় গুম হবো’, ‘আমি কোনো ভুল করছি না, তাই আমি ভীত নই’ ইত্যাদি লেখা প্লেকার্ড নিয়ে আন্দোলন করতে দেখা যায়।

জানা যায় আন্দোলনকারী শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। খালিদ সাইফুল্লাহ বলেন, আপনি তারই হলের একজন বড়ভাই হয়ে আপনি আবরারকে হত্যা করতে পারেন না। সে যদি শিবির বা জঙ্গী হয়েও থাকে তাহলে তাকে প্রশাসনের হাতে তুলে দিতে পারতেন। কিন্তু আপনি একজন ছাত্র হয়ে আরেকটা ছাত্রকে হত্যা করা কখনো কাম্য নয়। এর সুষ্ঠু বিচার হোক। এবং হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনা হোক।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, এ বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। আমরা তার সাথে কথা বলেছি। আমাদের আশ্বাসে সে অবস্থান স্থগিত করেছে।

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬