বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্টের সমাপ্তি

  © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ‘ক্যারিয়ার এন্ড এডুকেশন ফেস্ট-২০১৯’ শেষ হয়ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব পাঁচদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করে।

১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদার।

এছাড়াও বেক্সিমকোর ইয়েলো এর হেড অব রিটেইল অপারেশন, হাদী এস এ চৌধুরী, উক্ত ক্যারিয়ার ফেস্ট এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রবি, বেক্সিমকো, ওয়ান ব্যাংক, এইচবিডি সার্ভিস, টেক ফর বাংলাদেশ, ব্রাক, গ্রামীনফোন, কাজী আইটি, ব্রাক ব্যাংক, বিকাশ, আইপিডিসি ফাইন্যান্স লি., কনফিডেন্স গ্রুপ, অগমেডিক্স, ট্যালেন্ট সেন্ট্রিক, সাজগোজ, এডেক্স গ্রুপ অব কোম্পানীস, মাই জবস, আইপিডি এডুকেশন লিঃ এবং মেন্টরস এডুকেশন অ্যান্ড পিএফইসি গ্লোবালসহ মোট ২৬টি কোম্পানী এতে অংশগ্রহণ করে।

বিভিন্ন সংস্থার নির্বাহীদের মধে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ০৫ অক্টোবর (শনিবার) এ ফেস্ট শেষ হয়। সমাপণী দিনে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী ফেস্ট-এর প্রধান অতিথি এবং বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আবুল কাশেম মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও রবি অ্যাজিয়াটা লিঃ এর চিফ হিউম্যান রিসোর্স অফিসার জনাব ফয়সাল ইমতিয়াজ খানসহ বিইউপির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বিইউপি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


সর্বশেষ সংবাদ