বিইউবিটি মুট কোর্ট সোসাইটির উদ্বোধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ০৬:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০১৯, ০৬:১৬ PM
বাংলাদেশ বিজনেস অ্যান্ড টেকনোলজি মুট কোর্ট সোসাইটির (বিইউবিটি-এমসিএস) অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ আগস্ট) অনুষ্ঠানটি রাজধানীর মিরপুর-২ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের আন্তর্জাতিক সম্মেলন হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. এনায়েত হোসেন মিয়া, প্রফেসর মিয়া লুৎফর রহমানসহ ছাত্র-বিষয়ক উপদেষ্টা প্রফেসর মিয়া লুৎফর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমসিএসের মডারেটর ও আইন প্রভাষক শামীমা জাহান সান্তা, বিএমসিএসের সভাপতি মো. বেনিয়ামিন।
এছাড়া বিশেষ অতিথি, বিইউবিটি ট্রাস্টের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।