আকর্ষণীয় স্কলারশিপে নর্থ সাউথে ভর্তি

স্বনামধন্য প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি। প্রতিষ্ঠা ১৯৯২ সালে। সরকার অনুমোদিত দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি। সম্প্রতি ফল সেমিস্টারে ভর্তি আবেদন শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। যার শেষ তারিখ আজ বৃহস্পতিবার। আবেদনকারীদের ভর্তি পরীক্ষা আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে।

এদিকে অনার্স ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের কিছু শর্তে স্কলারশিপের সুবর্ণ সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। চেষ্টা করলেই এ স্কলারশিপ পাওয়া সম্ভব।

যারা পাবেন স্কলারশিপ
১) ভর্তি পরীক্ষায় প্রথম ১০ জন ১০০% স্কলারশিপ পাবে।
২) এসএসসি/এইচএসসি পরীক্ষার যে কোন একটিতে জিপিএ-৫ (চতুর্থ বিষয় ছাড়া) থাকতে হবে এবং এসএসসি/এইচএসসি’র যে কোন একটিতে জিপিএ ৪.৮০ (চতুর্থ বিষয় ছাড়া) থাকলে ৭৫%, ৫০%,২৫% স্কলারশিপ পাওয়া যায় । (৯.৮০ চতুর্থ বিষয় ছাড়া), ভর্তি পরীক্ষায় প্রথম সিরিয়াল এ থাকতে হবে।
৩) যারা এ লেভেলে ৩টি কোর্সে 'এ' পাবে এবং ও লেভেলে ৭টি কোর্সে ‘এ ’পাবে
৪) ভার্সিটিতে ৩০+ ক্রেডিট কমপ্লিট করার পর সিজিপিএ ২.৭৫-এর উপরে থাকবে এমন দরিদ্র ও মেধাবীদের জন্য রয়েছে বিশেষ আর্থিক সুবিধা ।
৫) একই পরিবারের ২ জন ভার্সিটিতে পরলে প্রত্যেকেই পাবে ২৫% ছাড় । ভার্সিটিতে ভর্তির পর প্রতি সেমিস্টারে সিজপিএ ২.৭৫ থাকতে হবে।
৬) মুক্তিযোদ্ধা কোটায় ( ৫%) যারা ভর্তি হবে তাদের জন্য ১০০% স্কলারশিপ। ভার্সিটিতে ভর্তির পর প্রতি সেমিস্টারে সিজপিএ ২.৭৫ থাকতে হবে।


সর্বশেষ সংবাদ