বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির ৭ শিক্ষক

আইইউবিএটির ৭ শিক্ষক
আইইউবিএটির ৭ শিক্ষক  © টিডিসি

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার কর্তৃক প্রকাশিত বিশ্বসেরা গবেষক তালিকা ২০২৫-এ স্থান করে নিয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি)৭ জন শিক্ষক।

তালিকায় অন্তর্ভুক্ত আইইউবিএটির গর্বিত গবেষকরা হলেন- অর্থনীতি বিভাগের চেয়ার অধ্যাপক ড. গোলাম রাসুল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শুভাশ চন্দ্র পাল, কলেজ অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস’র অধ্যাপক ড. মো. নাজিরুল ইসলাম সরকার, কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বদরুদ্দোজা তালুকদার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নাঈম হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শওকাত হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন তালুকদার মো. আল-আমিন তালুকদার প্রমুখ। 

আইইউবিএটির এই অনন্য কৃতিত্ব বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক অঙ্গনে সুনামকে আরও সুসংহত করেছে। বিশ্বমানের গবেষণায় অবদান রাখা এই শিক্ষকবৃন্দ শুধু আইইউবিএটির জন্যই নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রের জন্য এক বিরল অর্জন।

এ সাফল্যের জন্য আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং কোষাধ্যক্ষ  অধ্যাপক সেলিনা নার্গিস সম্মানিত গবেষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। 

প্রসঙ্গত, আইইউবিএটি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. এম আলিমউল্লাহ মিয়ান কর্তৃক ১৯৯১ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো শিক্ষার্থীসহ এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা একটি বৈচিত্র্যময়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence