অস্ট আইপিই বিভাগের ১৫ বছর পূর্তিতে ‘লিগ্যাসি ১৫’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ PM
আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (অস্ট) শুরু হচ্ছে শিল্প ও উৎপাদন প্রকৌশল (আইপিই) বিভাগের ১৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজিত হচ্ছে ‘লিগ্যাসি ১৫’ ইভেন্ট । বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনের দায়িত্বে রয়েছে পরঞ্জয়-২৪।
বুধবার (১০ সেপ্টেম্বর) আয়োজনের প্রথম দিনে অনুষ্ঠিত হবে আইপিই ক্যারিয়ার টক। পরবর্তী দুই দিন—বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ও শুক্রবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে প্রাইজ গিভিং, ই-ফুটবল ল্যান ইভেন্ট এবং আইপিই রিদম অ্যান্ড রুটস। সাংস্কৃতিক আয়োজনে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’।
শিক্ষার্থীদের প্রত্যাশা, আইপিই ডিপার্টমেন্টের এই ইভেন্টের মাধ্যমে ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং নিজেদের মাঝে সেতুবন্ধন দৃঢ় হবে।