প্রাইম ইউনিভার্সিটির ‘বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত © সৌজন্যে প্রাপ্ত
প্রাইম ইউনিভার্সিটির ‘বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আবৃত্তি, পুঁথি পাঠ, আধুনিক গান, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, লোকসংগীত, নৃত্য এবং একক/দলীয় নাটকের মাধ্যমে তাদের সৃজনশীলতা এবং প্রতিভা প্রদর্শন করেন। বাংলাদেশি প্রবীণ অভিনেতা, নাট্যকার এবং অনুবাদক খায়রুল আলম সবুজ এবং বাংলাদেশ বেতারের ঘোষক, নৃত্যশিল্পী এবং নৃত্য প্রশিক্ষক মিসেস ফাহমিদা কাকলি এই অনুষ্ঠানের সম্মানিত বিচারক ছিলেন।
এছাড়াও কলা ও সমাজবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন এবং সাংস্কৃতিক কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. রকিবুল হাসান এবং সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মমতাজ বেগম মম কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সংস্কৃতি কমিটির সদস্য মো. জাহিদুল আজাদ।
দিনভর অনুষ্ঠানটি গান এবং হাসিতে মুখরিত ছিল এবং নাটক সামাজিক সমস্যা এবং তারুণ্যের কল্পনা উভয় বিষয়বস্তুই প্রদর্শন করেছিল। এছাড়াও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা উপস্থিত সবার মন কেড়ে নিয়েছিল এবং কবিতা আবৃত্তি বিচারক এবং দর্শকদের কাছে থেকে প্রশংসা কুড়িয়েছিল। এরকম প্রতিযোগিতা মূলত আনন্দ ও ঐক্যের এক সুস্থ পরিবেশ তৈরি করে, যেখানে শিক্ষার্থীরা কেবল প্রতিযোগিতাই নয় বরং একে অপরের সাফল্যও উদযাপন করে। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়, এবং সকলকে স্মরণ করিয়ে দিয়েছিল যে প্রাইম ইউনিভার্সিটি অ্যাকাডেমিক উৎকর্ষতা এবং সাংস্কৃতিক সমৃদ্ধি উভয়কেই মূল্য দেয়।