প্রাইম বিশ্ববিদ্যালয়
‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ কর্মসূচি করতে গিয়ে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ নেতা
- প্রাইম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০:৫২ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ পালন করতে গিয়ে প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইনতে সাম হক রিওনকে আটক করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) বিকালে রাজধানীর মিরপুরস্থ প্রাইম বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র জানায়, প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিওন ছাত্রলীগের কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম পালন করতে এসে বিশ্ববিদ্যালয়ে একত্রিত হওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
অভিযোগ রয়েছে, স্বৈরাচার হাসিনার নির্দেশে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রাইম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়েছিলেন তিনি।
জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি নিষিদ্ধ সংগঠনের মিছিল–মিটিংসহ রাষ্ট্রবিরোধী নানা অপতৎপরতায় জড়িত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা, লুটপাটসহ নাশকতার ঘটনায় জড়িত ছিল এবং প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ফেসবুক গ্রুপের এডমিনের দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে দারুসসালাম থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি পালন ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় প্রাইম বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রিওনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পরে তাকে কোর্টে চালান করা হবে।