বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার গঠনের কৌশল ও কর্পোরেট প্রত্যাশা’ শীর্ষক সেমিনার

২৭ জুলাই ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৭:২৫ PM
বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সেমিনারে কর্পোরেট জগতের অভিজ্ঞ ব্যক্তি, শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন

বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সেমিনারে কর্পোরেট জগতের অভিজ্ঞ ব্যক্তি, শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন © সংগৃহীত

বর্তমান বিশ্বে প্রযুক্তি ও বাজার পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দক্ষতা, মানসিক প্রস্তুতি ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ক্যারিয়ার গঠন এবং নিয়োগকর্তাদের প্রত্যাশা পূরণ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ।

রবিবার (২৭ জুলাই) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সেমিনারে কর্পোরেট জগতের অভিজ্ঞ ব্যক্তি, শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট জগতের সুপরিচিত ব্যক্তিত্ব, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম। তিনি তার বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আজকের শিক্ষার্থীদের শুধু সনদধারী হলেই চলবে না, বরং তাদের হতে হবে প্রযুক্তি ব্যবহারে দক্ষ, সিদ্ধান্ত  গ্রহণে সৃজনশীল এবং মানিয়ে চলার সক্ষমতায় পারদর্শী।

তিনি আরও বলেন, কর্পোরেট নিয়োগকর্তারা এখন এমন কর্মী খোঁজেন, যারা কেবল কাজ জানেন না বরং প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার মানসিকতা রাখে। শেহজাদ মুনিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্মজীবনের শুরুতেই ধৈর্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিজের দীর্ঘ পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, তা থেকে উত্তরণের উপায় এবং সফলতা অর্জনের কথাও শেয়ার করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য শাহনীলা তাজরীন আজহার। তিনি বলেন, ক্যারিয়ারে সফল হতে হলে আত্মবিশ্বাসের পাশাপাশি প্রয়োজন উদ্ভাবনী চিন্তা, দলগত নৈপূর্ণতা এবং নৈতিক মূল্যবোধ। তিনি শিক্ষার্থীদের মাঝে নারী নেতৃত্ব, উদ্যোক্তা মানসিকতা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব সম্পর্কের আলোকপাত করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট জগতের সুপরিচিত ব্যক্তিত্ব, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের
সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম

 

সেমিনারে সম্মানিত অতিথি বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, বিইউর মূল লক্ষ্য কেবল ডিগ্রি প্রদান নয়, বরং দক্ষ ও মানবিক গুণসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। সেই লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করে থাকে।

শুরুতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাক্কেরুল হুদা। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা প্রতিদিন বাড়ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে উচিত তাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা শুধু চাকরি খুঁজবে না বরং চাকরি তৈরি করবে। বিইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য সে চেষ্টা অব্যাহত রেখেছে।

শিক্ষার্থীরা বলেন, এমন অনুষ্ঠান তাদের বাস্তব জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং আত্ম উন্নয়নের অনুপ্রেরণা জোগায়। বাংলাদেশ ইউনিভার্সিটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারটি ছিল প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে পরিপূর্ণ, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আইসিসির সঙ্গে কী কথা হল, জানাল বিসিবি
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই’
  • ১৭ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9