জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইইউবিএটিতে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান কর্মসূচি
স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান কর্মসূচি  © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অব নার্সিং এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) আইইউবিএটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন আইইউবিএটি-এর উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। তিনি শিক্ষার্থী ও সমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন আইইউবিএটির পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, কলেজ অব নার্সিং এর কোর্ডিনেটর সহযোগী অধ্যাপক শুভাশীষ দাস বালা সহ শিক্ষক এবং শিক্ষার্থীরা।

সারাদিনব্যাপী এই কর্মসূচিতে আইইউবিএটি-এর শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। তারা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করান এবং থ্যালাসেমিয়া ও অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত রোগীদের জন্য রক্তদান করেন। এই কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

আয়োজকরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানের এ ধরনের স্বাস্থ্য ও মানবিক উদ্যোগে অংশগ্রহণ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। তারা সকল দাতা, স্বেচ্ছাসেবক এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের সহায়তায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

এই যৌথ উদ্যোগ আইইউবিএটি-এর সমাজসেবা, জনস্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্টে ধারাবাহিক অঙ্গীকারকে প্রতিফলিত করে, যা দায়িত্বশীল ও সমাজসচেতন গ্র্যাজুয়েট তৈরির বিশ্ববিদ্যালয়ের মিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence