ইউএপির সমাবর্তন শনিবার, ভিডিও বার্তায় শুভেচ্ছা জানাবেন মাহাথির মোহাম্মদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:৩৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৯ PM
আনুষ্ঠানিকতা, গর্ব আর স্বপ্নের আবহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ১১তম সমাবর্তন। আগামী শনিবার (২৬ জুলাই) রাজধানীর সেনাপ্রাঙ্গণে আয়োজিত এ সমাবর্তনে গ্র্যাজুয়েটদের হাতে তুলে দেওয়া হবে কষ্টার্জিত ডিগ্রি। এবারের আয়োজনে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ ভিডিও বার্তায় শুভেচ্ছা জানাবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সূত্রের তথ্য, সমাবর্তনে মোট ১ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করবেন। এ বছর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক সম্মান হিসেবে পরিচিত চ্যান্সেলর গোল্ড মেডেল পাচ্ছেন ৩ মেধাবী শিক্ষার্থী। এর মধ্যে রয়েছেন ব্যচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের গাজী শাহবাজ মোহাম্মদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদীতা সরকার দিবা এবং একই বিভাগের রিপা রাণী বিশ্বাস। এছাড়াও সমাবর্তনে ১৫ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হচ্ছে। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি তারা গবেষণা, উদ্ভাবন, নেতৃত্ব ও সহ-পাঠক্রমিক কর্মকাণ্ডে অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার সভাপতিত্বে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের সিইও ও প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ এনায়েতুর রহমান। বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। কথা বলবেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক, উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। শুভেচ্ছা বক্তব্য দেবেন উপাচার্যের উপদেষ্টা অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।
অনুষ্ঠানে অংশকারীদের মধ্যে এরই গাউন ও আনুষঙ্গিক জিনিস বিতরণ করা হয়েছে। আয়োজকদের আশা, সমাবর্তনে দেশি-বিদেশি অতিথি বিশেষত মাহাথির মোহাম্মদের ভিডিও বার্তা সমাবর্তনকে আরও অর্থবহ ও অনুপ্রেরণাদায়ক করে তুলবে।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’র উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক ড. কামরুল আহসান জানান, ‘সমাবর্তন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটা আমাদের শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যবসায় এবং স্বপ্নপূরণের একটি দিন। আমাদের বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে ১৯৯৬ সালে। সমাবর্তন হয়েছে মোট ১০টি। এর মধ্য দিয়েই আমাদের হাজার হাজার শিক্ষার্থী বিশ্ব দরবার এবং জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে।
এ সময় উপাচার্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ১১তম সমাবর্তনে সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথি, কর্মকর্তা, কর্মচারীবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।