‘ভালো না লাগলে হল ছেড়ে দিন’—প্রতিবাদে মধ্যরাতে ড্যাফোডিলের নারী শিক্ষার্থীদের অবস্থান

নারী শিক্ষার্থীদের অবস্থান
নারী শিক্ষার্থীদের অবস্থান  © টিডিসি ফটো

বিদ্যুৎ সমস্যা সহ নানা দাবিতে আনুমানিক রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রওশন স্কলার গার্ডেন-১ এর নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ারের নিচে অবস্থান নিয়েছেন। রবিবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা দাবি করেন, অনেক দিন ধরে মেয়েদের হলে বিদ্যুৎ সারাক্ষণ থাকে না। বিদ্যুৎ গেলে জেনারেটর চালু করা হয় না। এ ছাড়াও নেটওয়ার্ক সমস্যা, ক্যান্টিনের খাবার, আন্দোলনকালীন সময়ে হলের টাকা ফেরত দেওয়া, লিফটের সমস্যা, ওয়াশরুমের নানা সমস্যা সহ হলের বিভিন্ন সমস্যা সমাধান না করায় এই অবস্থান কর্মসূচি পালন করছেন নারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, এসব বিষয়ে হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও তারা সমাধান না করে বলেন, ‘ভালো না লাগলে হল ছেড়ে দিন, আরও শিক্ষার্থী রয়েছে।’

এই পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল পরিচালনাকারী প্রতিষ্ঠানের ডেপুটি ডিরেক্টর এবং হলের ম্যামরা উপস্থিত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!