বিপিএমসিএ নির্বাচনের ফলাফল বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ

বিপিএমসিএ
বিপিএমসিএ   © সংগৃহীত

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এর ২০২৫-২০২৭ নির্বাহী কমিটি নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য একটি কুচক্রি মহল ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচনের পর ফলাফল নিয়ে প্রশ্ন উঠলেও, ভোটারদের মতামতের প্রতি সম্মান জানিয়ে আইনি প্রক্রিয়ায় আপিল বাতিল করা হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মহিউদ্দিন-মুকিত এবং আফরোজা-মোয়াজ্জেম প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ১১০ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। 

প্রতিদ্বন্দ্বী দুটি পরিষদের দুইজন করে প্রতিনিধির উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে মহিউদ্দিন-মুকিত প্যানেল থেকে ডা. শেখ মহিউদ্দিন সভাপতি এবং ডা. আব্দুস সবুর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে, আফরোজা-মোয়াজ্জেম পরিষদ থেকে সাধারণ সম্পাদক হিসেবে ডা. মোয়াজ্জেমসহ মোট ১৯ নির্বাচনে জয়লাভ করেন।

চূড়ান্ত ফলাফল ঘোষণার পর আফরোজা-মোয়াজ্জেম প্যানেলের পক্ষ থেকে নিয়ম বর্হিঃভূতভাবে আপিল দায়ের করা হয়েছে এবং আপিল বোর্ড এখতিয়ার বর্হিঃভূতভাবে তা গ্রহণ করেন। কারণ আপিল গ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর রাত সাড়ে আটটার সময় আপিল আবেদন গ্রহণ করা হয়। 

আরও পড়ুন: রানআউট হয়ে ফিরলেন দুবার জীবন পাওয়া ফখর

এই নির্বাচন শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে অনুষ্ঠিত হয়। আফরোজা-মোয়াজ্জেম প্যানেল সর্বাধিক পদে বিজয়ী হয়। অন্যদিকে, মহিউদ্দিন-মুকিত প্যানেল থেকে সভাপতি এবং সাংগঠনিক সম্পাদকসহ মাত্র ২ জন জয়লাভ করেন। এ থেকে প্রমাণ হয় যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভোটারগণ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন। দুই পরিষদের মনোনীত এজেন্টগণ দিনভর নির্বাচন পর্যবেক্ষণ শেষে খসড়া ফলাফলে স্বাক্ষর করেন। 

এখন নির্বাচনের ফলাফল বাতিল করে ভোটারদের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা চলছে। ভোটারদের মতামতের প্রতি সম্মান জানিয়ে এবং সিন্ডিকেটের ষড়যন্ত্র রুখতে এই আপিল আবেদন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাতিল করা হবে বলে আশা করছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence