গণতন্ত্রের পুনর্জন্ম উদযাপন করল সিটি ইউনিভার্সিটি

১৯ জুলাই ২০২৫, ০১:২৮ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০১:০৭ PM
সিটি ইউনিভার্সিটিতে জুলাই স্মরণ অনুষ্ঠান-২০২৫

সিটি ইউনিভার্সিটিতে জুলাই স্মরণ অনুষ্ঠান-২০২৫ © সংগৃহীত

বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে জুলাই একটি গৌরবময় ও অনুপ্রেরণার মাস। এই মাসেই জাতি দেখেছে তরুণদের সাহসী প্রতিবাদ, অসীম আত্মত্যাগ এবং গণতন্ত্রের নতুন সূর্যোদয়। এই চেতনাকে ধারণ করে ‘জুলাই স্মরণ অনুষ্ঠান-২০২৫’ আয়োজন করে সিটি ইউনিভার্সিটি।

শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই বিশেষ আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: লুৎফর রহমান। তিনি বলেন—“জুলাই গণঅভ্যুথান ছিল আমাদের গণতন্ত্রের নবজন্ম। তরুণরাই ছিল এই পরিবর্তনের মূল শক্তি। আজকের প্রজন্মের কাছে আমাদের আহ্বান— তোমরাই আগামীর নেতৃত্ব। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিকতা তোমাদের হাতেই নিরাপদ।”

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—প্রফেসর ড. কাজী শাহদাত কবির, উপ-উপাচার্য; মো: নজরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক; প্রফেসর আবু জায়েদ মোহাম্মদ, ডীন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ; প্রফেসর ড. জুলফিকার হাসান, ডীন, ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদ এবং বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন; প্রফেসর মীর আকতার হোসেন, রেজিস্ট্রার।

অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে বলেন—“গণতন্ত্র শুধু রাজনৈতিক কাঠামো নয়, এটি মানুষের অধিকার, মর্যাদা ও সাহসিকতার প্রতীক। ইতিহাসের এই গৌরবময় অধ্যায় নতুন প্রজন্মের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

এই অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয় আমাদের গর্ব, সাহস ও আত্মত্যাগের প্রতীক শহীদ সজলকে, যিনি ছিলেন সিটি ইউনিভার্সিটির একজন ছাত্র। তদ্রূপ, যাঁরা জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন—সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের সাহসী ফ্রন্ট ফাইটারদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা। তাঁদের অসীম সাহসিকতা ও দৃঢ় মনোবল আজকের তরুণদের সামনে অনুকরণীয় এক আদর্শ হয়ে উঠেছে।

এই অনুষ্ঠান শুধু অতীতকে স্মরণ নয়, এটি একটি প্রতিজ্ঞার ঘোষণা—সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গণতন্ত্র, ন্যায়বিচার এবং দেশের সার্বিক উন্নয়নের পক্ষে সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে করেছে অনন্য ও হৃদয়স্পর্শী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. রহমান ম মাহবুব, উপদেষ্টা, ছাত্র কল্যাণ দপ্তর (DSW) এবং বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ।

জানা গেছে, এদিন বাদ জোহর আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যেখানে সকলে অংশগ্রহণ করেন গভীর শ্রদ্ধা ও ভালবাসার সঙ্গে। এই আয়োজনের মধ্য দিয়ে সিটি ইউনিভার্সিটি আবারও প্রমাণ করেছে—

“ইতিহাসকে স্মরণ করাই শুধু নয়, তা থেকে শিক্ষা নিয়ে একটি সুশৃঙ্খল, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রজন্মের দায়িত্ব।” সিটি ইউনিভার্সিটি গর্বিত— কারণ তার ছাত্রছাত্রীরা কেবল জ্ঞানে নয়, দেশপ্রেম, নেতৃত্ব ও সাহসে-ও সমানভাবে অনন্য।

জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9