ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির

০২ জুলাই ২০২৫, ১২:৩৩ AM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৪:২৩ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস ও ইনসেটে অধ্যাপক ড. এম. আর. কবির

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস ও ইনসেটে অধ্যাপক ড. এম. আর. কবির © টিডিসি সম্পাদিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম. আর. কবির। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপক। মঙ্গলবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী ড. এম. আর. কবিরকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই আদেশ বাতিল করার ক্ষমতা রাখেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। আদেশটি জনস্বার্থে তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

জানা গেছে, ড. কবির তার পিএইচডি সম্পন্ন করেছেন বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অব লুভেন থেকে। তার গবেষণার বিষয় ছিল “বেড লোড ট্রান্সপোর্ট ইন আনস্টেডি ফ্লো”, যেখানে তিনি Great Distinction অর্জন করেন।

এর আগে তিনি হাইড্রোলজি ও জলসম্পদ প্রকৌশলে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন ভারতের আন্না ইউনিভার্সিটি থেকে, ইউনেস্কো ফেলোশিপের অধীনে। এছাড়া তিনি এম.এসসি. করেন বুয়েট থেকে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন ভারতের রূর্কি বিশ্ববিদ্যালয় থেকে (বর্তমানে আইআইটি রূর্কি)। শিক্ষাজীবনে তিনি নটর ডেম কলেজ ও টি অ্যান্ড টি হাই স্কুল থেকে যথাক্রমে এইচএসসি ও এসএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

ড. এম. আর. কবিরের একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা প্রায় চার দশকের বেশি। তিনি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত উপাচার্য এবং প্রো-ভাইস চ্যান্সেলর। এছাড়া তিনি বুয়েটের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।আন্তর্জাতিক পর্যায়ে তিনি গবেষক ও অতিথি অধ্যাপক হিসেবে কাজ করেছেন কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন, এবং নেদারল্যান্ডসের টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেল্‌ফ্‌ট-এ। দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও তিনি অতিথি শিক্ষক হিসেবে পাঠদান করেছেন।

ড. কবিরের গবেষণার প্রধান আগ্রহের ক্ষেত্রগুলো হলো: হাইড্রোলজি, নদী প্রকৌশল, বন্যা নিয়ন্ত্রণ ও পলল পরিবহন। তিনি দেশ-বিদেশের নানা সম্মেলন ও জার্নালে বহু গবেষণাপত্র প্রকাশ করেছেন, যা সংশ্লিষ্ট খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রফেসর ড. এম. আর. কবির একজন শিক্ষাবিদ ও প্রশাসক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত এসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (AUAP)-এর বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE)-এর একজন সম্মানিত সদস্য ছিলেন।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট (IWFM)-এর বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর সহ-সভাপতি এবং শিক্ষা উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও, তিনি ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত ওয়ার্ল্ড কাউন্সিল ফর টোটাল কোয়ালিটি অ্যান্ড এক্সেলেন্স ইন এডুকেশন (WCTQEE)-এর বাংলাদেশ শাখার ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তার অসামান্য নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ডিসেম্বর ২০১১ সালে WCTQEE-এর পক্ষ থেকে ‘কোয়ালিটি লিডার অ্যাওয়ার্ড’ এবং মার্চ ২০১২ সালে মালয়েশিয়ার পেনাংয়ে অবস্থিত EDS বিজনেস স্কুল কর্তৃক ‘এক্সেমপ্লারি লিডারশিপ অ্যাওয়ার্ড’ লাভ করেন।

ইউএপিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই শিক্ষক বহিষ্কার
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের ব্ল্যাকমেইলিং সহ্য করবে না ইউরোপ: ডেনিশ প্রধানমন্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন …
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২১
  • ১৯ জানুয়ারি ২০২৬
সোসিয়েদাদের কাছে হেরে লা লিগা জমিয়ে তুলল বার্সালোনা
  • ১৯ জানুয়ারি ২০২৬
নাটকীয় জয়ে আফ্রিকান নেশন্স কাপ জিতল সেনেগাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9