গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেসে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ড. সবুর খান

০৩ জুন ২০২৫, ১১:২৫ AM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:০৯ PM
গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি দল, নেতৃত্বে ড. মোঃ সবুর খান

গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি দল, নেতৃত্বে ড. মোঃ সবুর খান © টিডিসি ছবি

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে শুরু হয়েছে চারদিনব্যাপী গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫। এবারের আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে একটি উচ্চপর্যায়ের ২০ সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন দেশের উদ্যোক্তা ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আর্থিক খাতের নীতিনির্ধারক, উদীয়মান স্টার্টআপ উদ্যোক্তা ও বিভিন্ন স্টেকহোল্ডার। আন্তর্জাতিক পর্যায়ে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও অর্থায়নে সহযোগিতা তৈরি করাই এ দলের মূল উদ্দেশ্য।

এ প্রসঙ্গে ড. মোঃ সবুর খান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক অংশীদারিত্বের সঙ্গে সংযুক্ত করা। গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিশ্বব্যাপী উদ্যোক্তা ইকোসিস্টেম কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরাসরি জানার সুযোগ মেলে। বাংলাদেশকে এই মঞ্চে তুলে ধরা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

বাংলাদেশের অংশগ্রহণে চারটি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে উদ্ভাবনভিত্তিক আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা, উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক অর্থায়নের সুযোগ তৈরি, নীতিনির্ধারণ ও ইকোসিস্টেম উন্নয়নের আন্তর্জাতিক চর্চা শেখা এবং বাংলাদেশকে একটি উদ্যোক্তা-বান্ধব সম্ভাবনাময় দেশ হিসেবে উপস্থাপন করা।

গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্কের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায়, আগামী নভেম্বরে GEN বাংলাদেশ চালু করতে যাচ্ছে ‘GEN Campus’—যা হবে একটি পূর্ণাঙ্গ উদ্যোক্তা সহায়ক কেন্দ্র। এখানে তরুণ উদ্যোক্তাদের জন্য থাকবে প্রশিক্ষণ, মেন্টরিং, অর্থায়ন এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের সুযোগ।

চারদিনব্যাপী গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস বাংলাদেশের এই অংশগ্রহণ বিশ্ব উদ্যোক্তা সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও গভীর করবে এবং উদ্ভাবননির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ সুযোগ দিল রাজশাহী বোর্ড
  • ১৪ জানুয়ারি ২০২৬
ভক্ত-সমর্থকদের সুখবর দিল চট্টগ্রাম রয়্যালস
  • ১৪ জানুয়ারি ২০২৬
সংবাদ সম্মেলন স্থগিত করতে অনুরোধ করেছিলেন চরমোনাই পীর!
  • ১৪ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় গ্রামবাসীর উদ্যোগে ৬ রাস্তার সংস্কারকাজ শুরু
  • ১৪ জানুয়ারি ২০২৬
গুলির ঘটনা নাহিদ ইসলামের অফিসে নয় 
  • ১৪ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের প্রযুক্তি ও ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্ট…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9