আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনে সনদ পেলেন ৯৫০০ শিক্ষার্থী
- আবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৯:০৬ AM , আপডেট: ২০ মে ২০২৫, ০৭:৫০ PM
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে ৯ হাজার ৫০০ শিক্ষার্থীদেরকে সনদ প্রদান করা হয়েছে। বুধবার (১৪ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবর্তনের আয়োজন করা হয়। সমাবর্তনে রাষ্ট্রপ্রতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এমন একটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন, যার ভিত্তি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ওপর রয়েছে। দেশের অন্যতম শ্রেষ্ঠ বেসরকারি বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য কেবল উচ্চশিক্ষা প্রদান নয়, বরং একটি দায়িত্বশীল, চিন্তাশীল ও মানবিক প্রজন্ম গড়ে তোলা।’
বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘আপনাদের অর্জিত ডিগ্রি শুধু একটি সনদ নয়, এটি একটি দায়িত্ব। আপনারা এখন এমন একটি সমাজের অংশ, যেখানে আপনাদের জ্ঞান, মূল্যবোধ ও নেতৃত্ব খুব প্রয়োজন।’
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই উল্লেখ করে উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়, বৈশ্বিক প্রযুক্তি সংস্থা, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থায় আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা সফলতার সঙ্গে কাজ করছেন।’
সমাবর্তনে আরও বক্তব্য দেন সহ-উপাচার্য মোহাম্মেদ মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক শারমিন রেজা চৌধুরী।