ইউল্যাবের ট্র্যাশন শোতে সচেতনতার বার্তা

২৭ এপ্রিল ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
ট্র্যাশন শো

ট্র্যাশন শো © সংগৃহীত

পরিবেশ সচেতনতা এবং তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে বার্তা ছড়িয়ে দিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজন করেছে ব্যতিক্রমী ‘ট্র্যাশন শো—বসন্ত ২০২৫’। রবিবার (২৬ মে) বিকেল ৪টায় ঢাকার শিল্পকলা একাডেমিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। ফেলে দেওয়া কাপড়, কাগজ ও প্লাস্টিকের শিল্পিত ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছিল পুরো মঞ্চ।

২০২২ সালে ইউল্যাবের ‘কনভারজেন্স কমিউনিকেশন’ কোর্সের আওতায় সহকারী অধ্যাপক এ. এফ. এম. মনিরুজ্জামান শিপুর হাত ধরে এই ট্র্যাশন শোর সূচনা হয়। এ বছরের থিম ছিল ‘আনমাস্কিং নেটওয়ার্ক প্রোপাগান্ডা’, যেখানে ডিজিটাল বিভ্রান্তি ও তথ্যের প্রোপাগান্ডা তুলে ধরা হয়।

শোতে অংশ নেয় দশটি দল। প্রতিটি দল নিজস্বভাবে বিভিন্ন সামাজিক সংকট ও পরিবেশগত সমস্যার কথা তুলে ধরে। ‘টিম-ফ্যাক্ট ওয়াচ’ মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার ভয়াবহতা এবং সত্যের পক্ষে লড়াইয়ের গল্প তুলে ধরে। কেউ কেউ তুলে ধরে ফাস্ট ফ্যাশনের কারণে প্রকৃতির ক্ষয়, কেউ বা যুদ্ধবিধ্বস্ত জনপদের যন্ত্রণা, আবার কেউ পরিবেশ দূষণের নীরব আর্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা আহমেদ।
তাদের উপস্থিতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগায়।

ট্র্যাশন শোর হেড অব মিডিয়া ফয়রুজ আনিকা পুষ্পিতা বলেন, ‘আমাদের প্রতিটি ডিজাইন কেবল দেখার জন্য নয়, চিন্তার জন্য।’ তিনি জানান, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পুরনো জিনিস নতুনভাবে ভাবার এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছেন।

পুরো অনুষ্ঠানজুড়ে একটি বার্তাই যেন প্রতিধ্বনিত হয়েছে—“দেখো, ভাবো, বদলাও।” আয়োজকরা জানান, তারা ভবিষ্যতেও পরিবেশ ও তথ্য সচেতনতা নিয়ে এ ধরনের সৃজনশীল উদ্যোগ চালিয়ে যেতে চান।

ট্যাগ: ইউল্যাব
হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬