নিজ ক্যাম্পাসে পারভেজের জানাজা অনুষ্ঠিত

২০ এপ্রিল ২০২৫, ০১:৫১ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:০৯ PM
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে জাহিদুল ইসলাম পারভেজের জানাজায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে জাহিদুল ইসলাম পারভেজের জানাজায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা © টিডিসি

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের জানাজা নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) বেলা দেড়টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।

এদিকে পারভেজকে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা করেছেন বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন।

আরও পড়ুন: প্রাইমএশিয়ার ছাত্র পারভেজ হত্যার ঘটনার সূত্রপাত যেভাবে

তিনি বলেন, এ ঘটনায় নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। 

ওসি সালাউদ্দিন আরও বলেন, ‘মোট আসামি আটজন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ ছাড়া এ তালিকায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং তাদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।’

আইসিসির সঙ্গে কী কথা হয়েছিল বিসিবি সভাপতি বুলবুলের?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়…
  • ২২ জানুয়ারি ২০২৬
হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬
হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬