ইস্ট ওয়েস্টের ট্রাস্টি বোর্ডের প্রধান হিসেবে পুনঃনির্বাচিত হলেন সৈয়দ মঞ্জুর এলাহী

সৈয়দ মঞ্জুর এলাহী
সৈয়দ মঞ্জুর এলাহী  © সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড-এর চেয়ারপার্সন হিসেবে আগামী দুই বছরের জন্য বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহী পুনরায় নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোর্ড সভাপতি, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড-এর সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সৈয়দ মঞ্জুর এলাহী ‘এপেক্স গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। তাঁকে এদেশের পাদুকা শিল্পের পথিকৃৎ বলা হয়। এছাড়া তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এর প্রতিষ্ঠাতা এবং বর্তমান চেয়ারম্যান। পাশাপাশি পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নেতৃত্বগুণের জন্য ১৯৯৬ এবং ২০০১ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারে দু-বার উপদেষ্টা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি অন্যতম সংগঠক ছিলেন এবং অবৈতনিক কোষাধ্যক্ষ হিসেবে কাজ করেন। তাঁর নেতৃত্ব ও দূরদর্শিতার ফলে বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক উৎকর্ষতা অর্জনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

সৈয়দ মঞ্জুর এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-এর সভাপতি, এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়াও বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক-এর পরিচালক ছিলেন। শিল্প ও বাণিজ্যে অসামান্য অবদানের জন্য সৈয়দ মঞ্জুর এলাহী আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম), বাংলাদেশ হতে ‘বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার ২০০০’ এবং ২১তম ডিএইচএল এবং দ্য ডেইলি স্টার বিজনেস এওয়ার্ড অনুষ্ঠান থেকে ‘লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড ২০২৩’ পুরস্কার লাভ করেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, সৈয়দ মঞ্জুর এলাহীর পুনর্নির্বাচন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির ধারাবাহিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।   


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence