ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার

ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ারের প্রচারপত্র
ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ারের প্রচারপত্র  © ফাইল ফটো

মালয়েশিয়ার ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী প্রোগ্রাম ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার। এই ফেয়ারে ক্যাম্পাসটিতে চালু ৬টি ফ্যাকাল্টির প্রোগ্রামগুলো এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পারবেন।

গণমাধ্যমে রাফীদ সোবহানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বুধ, বৃহস্পতি এবং শুক্রবার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস, ২৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকার হলরুমে (লেভেল ১২) এই ফেয়ার চলবে।

এই ফেয়ারে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন, স্কলারশিপ এবং ক্যাম্পাসের অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীরা জানতে পারবেন।

ইউসিএসআই ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসের সরাসরি তত্ত্বাবধানে ৬টি ফ্যাকাল্টির মোট ২৩টি প্রোগ্রামে ব্যাচেলর এবং মাস্টার্স কোর্স চালু আছে। প্রোগ্রাম ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ারে শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের পছন্দের প্রোগ্রাম বেছে নিতে পারবেন।

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস শিক্ষার্থীদের আকর্ষণীয় স্কলারশিপ সুবিধা দিচ্ছে। এই বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেধাবী শিক্ষার্থীদের ৫ কোটি টাকার বেশি স্কলারশিপ ও শিক্ষা সহায়তা অফার করেছে। চলতি শিক্ষাবর্ষেও থাকছে আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ।

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বিশ্বের ইউনিভার্সিটিগুলোর শীর্ষ ১ শতাংশের ভেতরে অবস্থান করছে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে যার অবস্থান ২৬৫। ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার মধ্যে প্রথম, এশিয়ায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে এর অবস্থান ৯ম। বাংলাদেশ সরকার অনুমোদিত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস দেশের প্রথম ফরেন ইউনিভার্সিটি ক্যাম্পাস।

এছাড়াও বার্তায় বলা হয়, আরও বিস্তারিত জানতে ৩ দিনব্যাপী প্রোগ্রাম ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ারে আসুন।

ভিজিট করুন : www.bangladesh.ucsiuniversity.edu.my www.facebook.com/ucsiuniversitybangldeshbranchcampus


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence