ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে একুশে পদকপ্রাপ্ত ‘অভ্র’র সহ-প্রতিষ্ঠাতা রিফাত নবীকে সংবর্ধনা

একুশে পদকপ্রাপ্ত ‘অভ্র’র সহ-প্রতিষ্ঠাতা রিফাত নবীকে সংবর্ধনা
একুশে পদকপ্রাপ্ত ‘অভ্র’র সহ-প্রতিষ্ঠাতা রিফাত নবীকে সংবর্ধনা  © টিডিসি ফটো

বাংলা ভাষায় কম্পিউটার ব্যবহারের অন্যতম জনপ্রিয় কিবোর্ড ‘অভ্র’র সহ-প্রতিষ্ঠাতা এবং একুশে পদকপ্রাপ্ত রিফাত নবীকে সংবর্ধনা দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক। সংবর্ধনা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রিফাত নবীকে সম্মাননা স্মারক হিসেবে একটি ল্যাপটপ কম্পিউটার উপহার দেওয়া হয়।

রিফাত নবী তার বক্তব্যে বলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর হতেই তাঁর প্রোগ্রামিং-এ আগ্রহ জন্মে। এবং সে আগ্রহ থেকেই অভ্র দলে কাজ করা শুরু করেন। তিনি বলেন, জীবনে কখন কি কাজে লাগে আগে থেকে বলা যায় না, সেজন্য নিজের ভাল লাগার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।  

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, রিফাত নবীর এই অর্জন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছে। তাঁর 'অভ্র' দলের প্রধান মেহেদি হাসান একা একুশে পদক গ্রহণ না করে দলের সবাইকে একসাথে নিয়ে পদক গ্রহণের যেমন নৈতিকতা দেখিয়েছেন, তেমন নৈতিক মানুষ হিসেবে  সবাইকে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আনিসুর রহমান এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. মাহিন ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence