গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র‍্যালি

বর্ণাঢ্য র‍্যালি
বর্ণাঢ্য র‍্যালি  © সংগৃহীত

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে এই র‍্যালির আয়োজন করা হয়। 

এসময় দিবসটি উপলক্ষ্যে পথসভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা  এম এ মতিন, অর্থনীতি বিভাগের প্রধান রবিউল করিম মৃদুল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর নূরুল ইসলাম, কলা অনুষদের ডিন এ এইচ এম সালেক ও গবেষণা পরিচালক প্রফেসর ওসমান গনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ মোতালেব চৌধুরী, রেজিস্ট্রার, এইউবি। পরবর্তীতে পথসভা শেষে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!