গোলাপ দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল ড্যাফোডিল ইউনিভার্সিটি ছাত্রদল

নবীন শিক্ষার্থীদের  ফুল দিয়ে বরণ করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল  © টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল ও কলম দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। আজ শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ৮টায় নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ড্যাফোডিল ছাত্রদলের সাধারণ সম্পাদক এহসানুল হক ফেরদৌস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকারকে ঘিরে আমরা নবাগত শিক্ষার্থীদের ফুল এবং শিক্ষা সামগ্রী দিয়ে তাদের বরণ করে নিয়েছি। মেধা ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি গণতান্ত্রিক চর্চা ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ড্যাফোডিল শাখা সব সময় অঙ্গীকারবদ্ধ।’

ড্যাফোডিল ছাত্রদলের এ উদ্যোগকে শিক্ষার্থীদের একাংশ ইতিবাচক হিসেবে দেখলেও, মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আরেক অংশ। তবে শিক্ষার্থীরা আশা করছেন, ছাত্রদল ভবিষ্যতেও তাদের কার্যক্রমে শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দেবে।

বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানজিম ইসলাম বলেন, ‘আজকের বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনে দেখলাম, গেটের বাইরে ছাত্রদল নতুনদের অভ্যর্থনা জানাচ্ছে। এটি দেখে অবাক হয়েছি, কারণ আমি তো শুনেছিলাম ড্যাফোডিলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ।’

তানজিম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ছাত্র রাজনীতির বিপক্ষে নই, যদি তারা শিক্ষার্থীদের উপকারে কাজ করে। ফ্যাসিস্টদের মতো আচরণ না করে বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে এগিয়ে আসে।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কিছু বিষয় নিয়ে সমস্যায় আছেন। আশা করি, ছাত্রদল এইসব সমস্যার সমাধানে পাশে দাঁড়াবে। না হলে তারা শুধু নামে মাত্র ছাত্রসংগঠন হয়ে থাকবে, যা শিক্ষার্থীদের কোনো উপকারে আসবে না।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence