প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট ২০২৪’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

১৭ নভেম্বর ২০২৪, ০৭:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

উদ্ভাবন, প্রযুক্তি এবং সৃজনশীলতার রোমাঞ্চকর সপ্তাহ- প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে বহুল প্রত্যাশিত ‘সিএসই ফেস্ট ২০২৪’ আনুষ্ঠানিকভাবে আজ রবিবার (১৭ নভেম্বর) দুপুর ২ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে। ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলমান এই উৎসবটি প্রতিযোগিতা, কর্মশালা এবং গুণীজনের আলোচনার বৈচিত্রপূর্ণ সমাহার।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবির। ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান (নাঈম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস স্কুলের ডিন প্রফেসর আবুল কালাম, রেজিস্ট্রার সাকির হোসেন, সিনিয়র প্রফেসর হাকিকুর রহমান, ইইই ডিপার্টমেন্ট এর হেড প্রফেসর ড. শিহাবুদ্দিন, হেড অব অ্যাডমিশন জাহিদ হাসান ও বিভিন্ন বিভাগীয় প্রধান, ও সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। 

প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবির তার বক্তব্যে বলেন আগামী বিশ্বের নেতৃত্ব দেয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিং ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আগামী পাঁচ দিন সিএসই ফেস্ট ২০২৪-এ অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করার জন্য বিস্তৃত কার্যক্রম থাকবে। আকর্ষণীয় ইভেন্টগুলির মধ্যে রয়েছে একটানা ৭২ ঘণ্টা ব্যাপী কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) কনটেস্ট, যা শিক্ষার্থীদের বাস্তব-বিশ্বের চ্যালেঞ্জগুলির জন্য এআই সমাধান বিকাশে উৎসাহ দিবে। এছাড়া রয়েছে ক্যারিয়ার সেমিনার যেখানে বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিবিদগন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের নিমিত্তে তাদের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরবেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় তাদের জ্ঞান যাচাই করতে পারবেন, প্রোগ্রামিং প্রতিযোগিতায় তাদের কোডিং দক্ষতা প্রদর্শন করতে পারবেন এবং ঘরোয়া ও ই-গেমস টুর্নামেন্টে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রোবটিক্স, ফটোগ্রাফি বিষয়ক কর্মশালায় এ খাতের বিশেষজ্ঞদের দ্বারা হাতে-কলমে অভিজ্ঞতা প্রদান করা হবে এবং আন্ত:বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রেজেন্টেশন এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যাধুনিক গবেষণা ও সৃজনশীল প্রকল্পগুলো প্রদর্শন করবেন। 

২০ নভেম্বর শিক্ষক বনাম শিক্ষার্থীদের প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে সিএসই ফেস্টকে একটি মজাদার আবহ প্রদান করা হবে। উৎসবটির সর্বশেষ দিনে ২১শে নভেম্বর ২০২৪ নবাগত শিক্ষার্থীদের জন্য নবীনবরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুস্থানের মাধমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানানো হবে এবং যা তাদেরকে সহপাঠী এবং সিনিয়রদের সাথে সংযোগ স্থাপনের সুযোগ করে দিবে।

ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলাম খান (নাঈম) উৎসব নিয়ে তার উচ্ছ্বাস শেয়ার করে বলেন, ‘সিএসই ফেস্ট ২০২৪’ শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি এবং সৃজনশীলতার দ্রুত বিকশিত ক্ষেত্রের সাথে জড়িত হওয়ার একটি চমৎকার সুযোগ। এই বছরের অংশগ্রহণকারীরা কীভাবে সীমানা অতিক্রম করে এবং উদ্ভাবনী সমাধান তৈরি করে তা দেখতে আমরা উচ্ছ্বসিত। তিনি এই ফেস্টের সকল সম্মানিত অতিথিদেরকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বাগত জানান যাদের মধ্যে প্রফেসর ড. কায়কোবাদ, প্রফেসর ড. আলিম আল ইসলাম, প্রফেসর ড. গোলাম রবিউল আলম, প্রফেসর ড. ফারজানা আলম বিশেষভাবে উল্লেখযোগ্য।

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬