‘বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তরুণদের সঙ্গে ছিল গোটা দেশ’

সেমিনারে নর্থ সাউথের উপাচার্য
১৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
এনএসইউতে ‘গণতন্ত্রের সহনশীলতা এবং স্বৈরাচারী শাসনব্যবস্থার প্রতিরোধ’ নিয়ে আয়োজিত আলোচনা সভা

এনএসইউতে ‘গণতন্ত্রের সহনশীলতা এবং স্বৈরাচারী শাসনব্যবস্থার প্রতিরোধ’ নিয়ে আয়োজিত আলোচনা সভা © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেছেন, একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আমি দেখেছি যে দেশ ধ্বংসের দিকে এগোচ্ছিল। আমাদের আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে ছিল। জেনারেশন জি এবং তরুণরা শুধু ২০২৪ সালেই নয়, দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। তাদের সাথে ছিল গোটা দেশ—তাদের বাবা-মা, শিক্ষক, ধনী-গরিব, সবাই।

বুধবার (১৩ নভেম্বর) ‘জুলাই বিপ্লবে’র প্রেক্ষিতে দেশে ‘গণতন্ত্রের সহনশীলতা এবং স্বৈরাচারী শাসনব্যবস্থার প্রতিরোধ’ নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনএসইউ’র সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি), সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এবং পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের (পিএসএস) যৌথ উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বর্তমান বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

‘গণতন্ত্রের সহনশীলতা এবং স্বৈরাচারী শাসনব্যবস্থার প্রতিরোধ’ নিয়ে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা। ছবি: সৌজন্যে প্রাপ্ত।

সেমিনারের বক্তারা গণতন্ত্র, স্বৈরাচার বিরোধী প্রতিরোধ এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এতে গণতান্ত্রিক সহনশীলতার বিভিন্ন উপাদান নিয়ে আলোচনায় উপস্থিত ছাত্র, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। এনএসইউ ভবিষ্যতেও এ ধরনের গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন অসলো বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল গবেষক এবং ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভ (এইচএআরডিআই)-এর সহযোগী ফেলো ড. মুবাশার হাসান, অসলো বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক আরিল্ড এঙ্গেলসেন রুড, দুর্নীতি দমন সংস্কার কমিটির সদস্য মুনিম মুবাশ্বির এবং এনএসইউ-এর ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগের সিনিয়র লেকচারার মুশাররত শর্মি হোসেন।

সেমিনারে অতিথিদের সঙ্গে সরব অংশগ্রহণ ছিল নর্থ সাউথের শিক্ষার্থীদেরও। ছবি: সৌজন্যে প্রাপ্ত।

অনুষ্ঠানের সূচনাতেই সঞ্চালক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী বলেন, জুলাই বিপ্লবের পরপরই আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এমন অনুষ্ঠানের আয়োজনের চেষ্টা করেছিলাম, এই আয়োজন সেই প্রচেষ্টার ধারাবাহিকতা। 

বিগত শাসনামলে জোরপূর্বক গুমের শিকার ড. মোবাশ্বার হাসান বলেন, সেই সময়ের সরকার আমাদের উপর ক্রমাগত নিপীড়ন চালিয়েছিল, এবং আমি সরাসরি সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। হ্যাঁ, সরকার আমাদের দমন করেছিল, কিন্তু মানুষ তবুও সোচ্চার ছিল এবং তারা তাদের অভিজ্ঞতা নিয়ে লিখছিল। গণতান্ত্রিক চেতনা সর্বদা আমাদের সাথে ছিল, যতই কঠোর দমন-পীড়ন হোক না কেন।

সেমিনারে অতিথিদের সঙ্গে নর্থ সাউথের শিক্ষার্থীরা। ছবি: সৌজন্যে প্রাপ্ত।

অধ্যাপক আরিল্ড এঙ্গেলসেন রুড স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা প্রসঙ্গে বলেন, স্বৈরাচার হলো আপনার কণ্ঠস্বর এবং তথ্যপ্রাপ্তির অধিকারকে সীমিত করা। এটি মানুষকে নীরব করার জন্য ব্যবহৃত হয়। মানুষকে নীরব করার যে কোনো প্রচেষ্টা স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন। অন্যদিকে, সেই প্রচেষ্টাকে প্রতিহত করাই গণতান্ত্রিক মনোভাবের প্রকাশ। বাংলাদেশে স্বৈরাচারীকরণের প্রবণতা ছিল, তবে কিছু মাত্রায় প্রতিরোধও দেখা গিয়েছিল। আমরা এই ক্ষুদ্র প্রতিরোধকে 'দুর্বলদের অস্ত্র' এর সাথে তুলনা করতে পারি।

আরও পড়ুন: পাবলিকে দেশসেরা ঢাবি, বেসরকারিতে নর্থ সাউথ

মুনিম মুবাশ্বির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়েছিল। ১৭ ও ১৮ জুলাইয়ের পর বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্দোলনের সব স্লোগানের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছিল 'ছাত্র-শিক্ষক-জনতা, গড়ে তুলো একতা’।

আলোচনায় এনএসইউ-এর ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগের সিনিয়র লেকচারার মুশাররত শর্মি হোসেন বলেন, ২০১৮ সালে সড়ক নিরাপত্তা আন্দোলনের সময় শিক্ষার্থীরা তাদের প্রথম অভিজ্ঞতা অর্জন করে। তখনকার সরকার হয়ত ধারণা করতে পারেনি কীভাবে প্রতিরোধ গড়ে উঠবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এতে বিশেষ ভূমিকা পালন করেছে, যা বাস্তব পরিবর্তন এনেছে।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬