নবায়নযোগ্য জ্বালানির গবেষণা বাড়াতে ইউআইইউতে হুয়াওয়ে-সিইআর যৌথ ল্যাব উদ্বোধন

থাকছে সৌরশক্তি থেকে বিদ্যুৎ সংরক্ষণের সুযোগ

ইউআইইউতে সিইআর-হুয়াওয়ে যৌথ ল্যাব উদ্বোধন করছেন অতিথিরা
ইউআইইউতে সিইআর-হুয়াওয়ে যৌথ ল্যাব উদ্বোধন করছেন অতিথিরা  © টিডিসি

সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের পর তা সংরক্ষণের সুযোগ রেখে বাংলাদেশে প্রথমবারের মতো অ্যাডভান্স সোলার ল্যাবের যাত্রা শুরু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) এ ল্যাবের উদ্বোধন করা হয়। বহুজাতিক প্রযুক্তি পণ্য প্রতিষ্ঠান হুয়াওয়ের অর্থায়নে ইউআইইউর বিশেষায়িত গবেষণার সেন্টার ফর এনার্জি রিসার্চ সেন্টারে (সিইআর) এ ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিএলসি) চেয়ারম্যান অধ্যাপক এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।

Lab-1

ইউআইইউতে সিইআর-হুয়াওয়ের যৌথ ল্যাব উদ্বোধন করছেন অতিথিরা। টিডিসি ফটো। 

হুয়াওয়ের অর্থায়নে ইউআইইউতে প্রতিষ্ঠিত এ ল্যাবের অন্যতম উদ্দেশ্য হলো, টেকসই সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। এ ছাড়া এখানে বাংলাদেশের চাহিদা অনুযায়ী হুয়াওয়ে এবং সিইআর, ইউআইইউ সম্মিলিতভাবে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণের আয়োজন করবে। এসব প্রশিক্ষণ ও কোর্সের বিষয়বস্তুতে নবায়নযোগ্য শক্তি টেকনোলোজি, গবেষণা, ডিজিটাল শক্তি এবং স্মার্ট এনার্জি সলিউশনের প্রযুক্তিগত উন্নয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। এটি বাংলাদেশে প্রথম ল্যাব, যার অধীনে নবায়নযোগ্য শক্তি সংরক্ষণের সুযোগ থাকবে।

Lab-2

ইউআইইউতে সিইআর-হুয়াওয়ে যৌথ ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। টিডিসি ফটো। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, গবেষক, অন্য বিশিষ্ট অতিথিরা। পুরো আয়োজনটি ইউআইইউর সঙ্গে সমন্বয় করেছে ইউআইইউর সেন্টার ফর এনার্জি রিসার্চ সেন্টার (সিইআর)।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence