তামাক নিয়ন্ত্রণ সেমিনারে স্টেট ইউনিভার্সিটির শতভাগ ধূমপানমুক্ত ক্যাম্পাস ঘোষণা

০৮ নভেম্বর ২০২৪, ০৯:০২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) পাবলিক হেলথ ডিপার্টমেন্ট বুধবার (৬ নভেম্বর) এর নিজস্ব ক্যাম্পাসে তামাক নিয়ন্ত্রণ সেমিনার আয়োজন করে এবং উক্ত সেমিনারে ক্যাম্পাসকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মো. আখতারুজ্জামান, মহাপরিচালক (ভারপ্রাপ্ত), জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন, উপাচার্য (ভারপ্রাপ্ত), এসইউবি; গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মাহফুজুল হক, ন্যাশনাল প্রফেশনাল অফিসার (এনসিডি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও); বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, সিনিয়র টেকনিক্যাল এডভাইজার, ভাইটাল স্ট্রাটেজিস-বাংলাদেশ; সেমিনারের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীমুল ইসলাম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি); স্বাগত বক্তব্য প্রদান করেন ড. বিলকিস বানু, সহযোগী অধ্যাপক, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, এসইউবি। অনুষ্ঠানটি উপস্থাপনা করে মো. আল্লামা ফয়সাল, প্রভাষক, পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, এসইউবি।  সেমিনারে আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণের বিশিষ্ট নেতৃবৃন্দ এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

এসইউবির ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ নওজিয়া ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসটিকে শতভাগ  ধূমপানমুক্ত ঘোষণা করেন এবং ক্যাম্পাস জুড়ে বিভিন্ন অবস্থানে "ধূমপান নিষিদ্ধ" সাইনবোর্ড স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬