গ্রিন ইউনিভার্সিটিতে বিএনসিসি প্ল্যাটুনের যাত্রা শুরু

০৬ নভেম্বর ২০২৪, ০৮:৪০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বিএনসিসি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান

বিএনসিসি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান © টিডিসি ফটো

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জমকালো এক আয়োজনের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় উন্নয়ন, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনে বিএনসিসির ভূমিকা তুলে ধরেন। নতুন প্লাটুনটি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক গুণাবলী অর্জনে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

এ সময় অনুষ্ঠানে বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন শারীরিক কুচকাওয়াজ উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, শুধু সমাজ নয়, একটি জাতি গঠনে স্বেচ্ছাসেবীদের ভূমিকা অনেক। বিএনসিসি প্ল্যাটুনে যুক্ত হয়ে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবার এই কাজটিই করবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে যেকোনো অনুষ্ঠানে বিএনসিসি সদস্যদের অংশগ্রহণ থাকবে এবং এর মধ্য দিয়ে অনুষ্ঠানের নান্দনিকতা বৃদ্ধি পাবে। এ সময় তিনি শিক্ষার্থীদের জ্ঞান ও শৃঙ্খলার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠার ওপর গুরুত্বারোপ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, সুশৃঙ্খল জীবন গঠনের পাশাপাশি যেকোনো কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন বিএনসিসি ক্যাডেটরা। এর মাধ্যমেই আগামীতে তারা গ্রিন ইউনিভার্সিটিতে উদাহরণ তৈরি করবে। নিজ জীবনের অভিজ্ঞতার তুলে ধরার পাশাপাশি ক্যাডেটের নানা অনুষঙ্গ তুলে ধরে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।

রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন গ্রিন ইউনিভার্সিটিতে বিএনসিসির কার্যক্রম শুরুর গল্প তুলে ধরেন। তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে গ্রিন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। আগামীতে এই কার্যক্রম উত্তরোত্তর এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এর আগে, চলতি বছরের ৩ জুলাই ৫১ বিএনসিসি ফ্লোটিলা নামে সংগঠনটির নৌ শাখা খোলার অনুমতি পায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিষয়টি সুষ্ঠুভাবে পরিচালনা লক্ষ্যে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে প্রতিষ্ঠানটি। যার সার্বিক কার্যক্রম তত্ত্ববধায়নে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. মোহাম্মদ আফজাল হোসেন খানসহ আরও অনেকে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ২৫ জানুয়ারি
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএমডিসি ডিগ্রিটা সম্পর্কে ওয়াকিবহাল ছিল না: বন্ধ্যাত্ব বিশ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬