মেমস এবং মেভস স্কুলে ৩ দিনের সাংস্কৃতিক উৎসব
মেমস এবং মেভ্স স্কুল, মেম্স অ্যালামনাই এবং উত্তরা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তাদের শিল্প প্রতিভা প্রদর্শন করেছে। অনুষ্ঠানে স্টাডি ডট নেট (Study.Net) এবং জিইআইএসটি (GEIST) ইন্টারন্যাশনালের সহায়তায় গান, অঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং নৃত্য অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত আশরাফুল ইসলাম এবং ইউআইইউ (UIU)- এর সহযোগী অধ্যাপক ড. শেখ এমডি. শফিউল ইসলাম। এছাড়াও, কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস বাংলাদেশের অতিরিক্ত কমিশনার এনবিআর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নটর ডেম কলেজ, সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, ডিআরএমসি এবং হিড ইন্টারন্যাশনাল স্কুলসহ অন্যান্য স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ছাত্র-ছাত্রীদের অসাধারণ প্রতিভা প্রদর্শন করেছে।
অনুষ্ঠানের সমাপনী দিনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তরুণ শিল্পীদের সাফল্য উদযাপন করতে ফ্যাবার-ক্যাস্টেল (Faber-Castell) এবং লিরা ইন্টারন্যাশনাল (Lyra International) থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি শুধু ছাত্র-ছাত্রীদের শিল্প প্রতিভা তুলে ধরেনি, বরং স্কুলগুলোর মধ্যে সম্পর্ককে শক্তিশালী করেছে এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে সহযোগিতার মনোভাব প্রতিষ্ঠা করেছে।