বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত 

  © টি

যৌথ গবেষণা, ইন্টার্নশিপের সুযোগ, কর্মশালা, প্রশিক্ষণ এবং কর্পোরেট অন্তর্ভুক্তি প্রোগ্রামের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে সহজতর করার লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ ও গ্রামীণফোনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ কার্যক্রম সম্পন্ন হয়। 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং গ্রামীণফোনের মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করেন। 

সমঝোতা স্মারকের লক্ষ্য সম্পর্কে সংশ্লিষ্টরা বলেন, পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশান খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের বর্তমান কর্ম-বাজারের যোগ্য গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই। উচ্চ শিক্ষায় বাস্তবায়িতব্য আউটকাম-বেইজড এডুকেশনের কারিকুলামে নিয়োগকারী প্রতিষ্ঠানের পরামর্শগুলো সন্যিবেশ করা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তার আলোকে জাতীয় ও বহুজাতিক কর্পোরেশনগুলোর সাথে নানাভাবে যুক্ত হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিভাগ-ব্যবসায় প্রশাসন বিভাগ। এই সমঝোতা স্মারক প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে উচ্চ শিক্ষা ও ব্যবসায়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. কানিজ হাবিবা আফরিন, কো-অর্ডিনেটর ড. রেজাউল করিমসহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ। গ্রামীণফোনের প্রতিনিধি দলে ছিলেন গ্রামীণফোনের এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন এবং রাজশাহী সার্কেল এইচআর লিড মো. অহিদুল হক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence