প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ইউনিটি ডে উদযাপিত

০৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
সিভিল ইঞ্জিনিয়ারিং ইউনিটি ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান

সিভিল ইঞ্জিনিয়ারিং ইউনিটি ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান © টিডিসি ফটো

সিভিল ইঞ্জিনিয়ারিং ইউনিটি ডে উদযাপন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। বুধবার (৯ অক্টোবর) দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ. এইচ. এম. ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মোহাম্মাদ আনোয়ারুল কবির। সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান। 

এছাড়াও ইঞ্জিনিয়ারিং স্কুলের ডীন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, বিজনেস স্কুলের ডীন প্রফেসর আবুল কালাম, রেজিস্ট্রার জনাব সাকির হোসেন, বিভিন্ন ডিপার্টমেন্টের হেড ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

5185f536-ea40-47ef-b7fc-6cc2abef04c9

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অতিথিদের উদ্দীপনামূলক বক্তব্য, যা নবীন শিক্ষার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহী করে তোলে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উষ্ণ বরণ জানানো হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উপহার প্রদান করে তাদের অবদানের স্বীকৃতি জানানো হয়। 

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানায়, উৎসবটি শুধুমাত্র একটি অনুষ্ঠান ছিল না; এটি ছিল শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর মেলবন্ধনের প্রকাশ ঘটেছে। এ অনুষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীদের একে অপরের কাছে আরও কাছাকাছি আনতে সাহায্য করেছে এবং তাদের মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতি বৃদ্ধি করেছে বলেও মনে করেন তারা।

4574747b-6104-4ae9-b05d-059ca3e47bdc  

সমাপনী পর্বে জমকালো ব্যান্ড শো অনুষ্ঠিত হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬
পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় আরেক শুটার গ্রেপ্তার 
  • ২৩ জানুয়ারি ২০২৬
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬