অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ‘ফিউচারনেশন’ শীর্ষক প্রোগ্রামের উদ্বোধন

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ‘ফিউচারনেশন’ শীর্ষক প্রোগ্রামের উদ্বোধন
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ‘ফিউচারনেশন’ শীর্ষক প্রোগ্রামের উদ্বোধন  © সংগৃহীত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইউএনডিপি কর্তৃক ‘ফিউচারনেশন’ শীর্ষক অনলাইন ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় বিশ্ববদ্যিালয়ের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও ইউএনডিপি এর যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএনডিপি ফিউচারনেশন প্রোগ্রামের এসেসমেন্ট কারিকুলাম এন্ড কন্টেন্ট ডেভেলপমেন্ট এনালিস্ট নাসরিন সুলতানা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার শুরুতে আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, শুধু দক্ষতা অর্জন করলেই চলবেনা, শিক্ষার্থীদের মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে ইউএনডিপি এর নাসরিন সুলতানা বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো তরুণদের দক্ষ করে বেকারত্ব সমস্যার সমাধান করা যাতে তারা অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে পারে।’ এছাড়া দক্ষতা উন্নয়ন করে শিক্ষার্থীদের স্বনির্ভর হওয়ার পরামর্শ দেন তিনি। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ফাহমিদা কাসেম। এছাড়া বিশ্ববদ্যিালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ