স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ২৫, আইসিইউতে দুই

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
আহত দুই শিক্ষার্থী হাসপাতালে

আহত দুই শিক্ষার্থী হাসপাতালে © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই জনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ঘটে এ সংঘর্ষের ঘটনা। 

আইসিইউতে থাকা দুই শিক্ষার্থী হলেন- মামুন ও রাফি। তারা দুইজনই আইন বিভাগের শিক্ষার্থী। মামুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ল্যাবএইড হাসপাতালের দায়িত্বরতরা।

জানা গেছে, বাসের সিট দখল নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও আইন বিভাগের শিক্ষার্থীদের বাকতিণ্ডা হচ্ছিল। এই ঘটনার জেরে আজ শনিবার সংঘর্ষে জড়ায় দুই বিভাগের শিক্ষার্থীরা। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। 

এ বিষয়ে জানতে স্টেট ইউনিভার্সিটির উপাচার্য ও রেজিস্ট্রারকে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে।

রূপগঞ্জ থানার ওসি মো. লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘জু’মা আসে জু’মা যায়, হাদি হত্যার বিচার নাই’
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারণায় ডিম নিক্ষেপ
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
  • ২৩ জানুয়ারি ২০২৬